বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় পাকিস্তানি সংগীত তারকা হাদিকা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২৯ PM , আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২৯ PM
বিশ্বজুড়ে অনুপ্রেরণাদায়ী নারীদের উদযাপন করতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি প্রকাশ করেছে ২০২৪ সালের প্রভাবশালী ১০০ নারী’র তালিকা। প্রতি বছরের মতো এবারও জলবায়ু, সংস্কৃতি, শিক্ষা, বিনোদন, রাজনীতি, স্বাস্থ্য, এবং প্রযুক্তি—এই পাঁচটি ক্যাটাগরিতে প্রভাব বিস্তারকারী নারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ বছরের তালিকায় জায়গা করে নিয়েছেন পাকিস্তানের সংগীত তারকা এবং মানবিক কাজের অগ্রদূত হাদিকা কিয়ানি। নব্বইয়ের দশকে সংগীত জগতে খ্যাতি অর্জন করা কিয়ানি দক্ষিণ এশিয়ার পপ সংগীতের অন্যতম আইকনে পরিণত হন। সংগীতের বাইরে তিনি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির শুভেচ্ছা দূত হিসেবেও কাজ করেছেন। একাধারে গায়িকা, গীতিকার, সুরকার, অভিনেত্রী, এবং সমাজসেবী কিয়ানি শুধু মঞ্চের নয়, মানবিকতারও নক্ষত্র।
২০২২ সালের পাকিস্তানের ভয়াবহ বন্যার পর তিনি শুরু করেন ভাসিলা-এ-রাহ’ প্রকল্প। এই উদ্যোগ বেলুচিস্তান ও দক্ষিণ পাঞ্জাবের ক্ষতিগ্রস্তদের জন্য একটি আলোর পথ তৈরি করে। প্রকল্পটি ইতোমধ্যে ৩৭০টি বাড়ি এবং বিভিন্ন জরুরি সুবিধা নির্মাণ করেছে। এছাড়া তিনি সাধারণ মানুষের সহযোগিতা নিশ্চিত করতে সরাসরি আহ্বান জানিয়েছেন।
উর্দু এবং পাঞ্জাবি গানের পাশাপাশি কিয়ানি সিন্ধি ও পশতু ভাষায় গান পরিবেশন করেছেন। তার প্রতিভা আন্তর্জাতিক মঞ্চেও বিস্তৃত হয়েছে; তিনি পারফর্ম করেছেন বিশ্বের বিখ্যাত রয়্যাল অ্যালবার্ট হল এবং দ্য কেনেডি সেন্টার-এ।
ক্যারিয়ারে অসংখ্য স্থানীয় এবং আন্তর্জাতিক পুরস্কার অর্জনকারী কিয়ানি সংগীতের পাশাপাশি মানবিকতার ক্ষেত্রেও নতুন উচ্চতায় পৌঁছেছেন। বিশ্বব্যাপী প্রভাব বিস্তারকারী নারীদের প্রতি শ্রদ্ধা জানাতে বিবিসির এই তালিকা দেখিয়েছে যে কিয়ানি কেবল একজন শিল্পী নন, তিনি মানবিকতার প্রতীকও।