০২ ডিসেম্বর ২০২৪, ২০:১৬

বাংলাদেশকে আলু-পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি শুভেন্দুর

পশ্চিমবঙ্গ বিজেপি নেতা ও বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী  © সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিজেপি নেতা ও বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহম্মদ ইউনূসকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি করেন। সেই সময় বাংলাদেশে চিরতরে আলু-পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

সোমবার (২ ডিসেম্বর) ভারতের সীমান্তবর্তী বনগাঁর পেট্রাপোল এলাকায় এক জনসভায় শুভেন্দু বলেন, ইউনূস হুঁশিয়ার, কলকাতার দৈনিক আবর্জনা ফেলে দিলেই ঢাকার চেহারা বদলে যাবে। পাঙ্গা নিতে আসবেন না।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে ১৭ হাজার ভারতীয় সেনার আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। ইতিহাস ভুলে গেলে ভবিষ্যৎ কখনো ভালো হয় না। 

সোমবার সকাল ছয়টা থেকে পেট্রাপোল সীমান্তে ২৪ ঘণ্টার জন্য বাণিজ্য বন্ধের ঘোষণা দেন শুভেন্দু। তিনি বলেন, এটি মাত্র একটি ট্রেলার। যদি পরিস্থিতি না বদলায়, তবে আগামী সপ্তাহে পাঁচদিন সীমান্ত বন্ধ থাকবে। এরপর ২০২৫ সালে পুরোপুরি রপ্তানি বন্ধ করে দেব। তখন দেখব বাংলাদেশ কীভাবে আলু-পেঁয়াজের চাহিদা মেটায়।

এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী পাঠানোর মন্তব্য নিয়েও তীব্র কটাক্ষ করেন শুভেন্দু। তিনি বলেন, “প্রতিবাদের সময় মমতা আক্রান্তদের পশ্চিমবঙ্গে আশ্রয় দেওয়ার কথা বলেছিলেন। আর এখন দায়িত্ব মোদীর দিকে ঠেলছেন।”  

উল্লেখ্য, শুভেন্দুর বক্তব্যের প্রেক্ষিতে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পণ্য চলাচল স্থগিত থাকায় দুই দেশের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।