ছেলে হান্টারকে দুই মামলায় রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা বাইডেনের

জো বাইডেন ও হান্টার বাইডেন
জো বাইডেন ও হান্টার বাইডেন  © সংগৃহীত

ছেলে হান্টার বাইডেনকে দুটি ফৌজদারি মামলা থেকে খালাস করতে রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় রবিবার (১ ডিসেম্বর) বাইডেন এ ক্ষমা ঘোষণা করেন।

এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘আমি আজ আমার ছেলে হান্টারের জন্য রাষ্ট্রীয় ক্ষমার অনুমোদন পত্রে স্বাক্ষর করলাম। এটি সম্পূর্ণ নিঃশর্ত ক্ষমা। হান্টারকে অন্যায়ভাবে শাস্তির মুখোমুখি করা হচ্ছিল।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেই বলেছিলাম, বিচার বিভাগের সিদ্ধান্ত গ্রহণে হস্তক্ষেপ করব না এবং আমি আমার কথা রেখেছি। যদিও আমার ছেলেকে আলাদভাবে এবং অন্যায়ভাবে বিচারের সম্মুখীন হতে দেখলাম।’

আরও পড়ুন: দেশবাসীকে শান্ত থাকার আহ্বান বাইডেনের

হান্টার চলতি মাসে আগ্নেয়াস্ত্র ও কর ফাঁকির মামলায় দোষী সাব্যস্ত হয়ে শাস্তির মুখোমুখি হতে যাচ্ছিলেন। তাই শেষ সময়ে ছেলেকে ক্ষমা ঘোষণা করলেন বাইডেন। 

চাইলে যেকোনো অপরাধীকেই ক্ষমা করে দিতে পারেন প্রেসিডেন্ট। যদিও আগে বাইডেন বলেছিলেন, বিচারে দোষী সাব্যস্ত হলে নিজের ছেলেকে তিনি ক্ষমা করবেন না।

এর আগে গত সেপ্টেম্বরের শুরুতে কর ফাঁকির মামলায় দায় স্বীকার করেন হান্টার বাইডেন। আর গত জুনে আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হন হান্টার।


সর্বশেষ সংবাদ