০১ ডিসেম্বর ২০২৪, ১১:১২

গাজায় ইসরায়েলি হামলায় আরও ১০০ জন নিহত

গাজায় ইসরায়েলি হামলায় আরও ১০০ জন নিহত
হামলায় গাজার অধিকাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছে

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছে। এর মধ্যে কেবল জাবালিয়া শরণার্থী শিবিরে এক বিমান হামলায় নিহত হয়েছে ৪০ জন। নিহতদের মধ্যে নারী ও শিশুরা রয়েছে। গতকাল শনিবারের এসব হামলায় আহত হয়েছে অনেকে। 

এর আগে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় ত্রাণের অপেক্ষায় থাকা অন্তত ১২ ফিলিস্তিনি নিহত হয়। এ ছাড়া ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন ও সেভ দ্য চিলড্রেনের চার কর্মী নিহত হন। খান ইউনিসে ত্রাণের জন্য লাইনে দাঁড়ানো মানুষদের ওপর এই হামলা হয়।   

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয় এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়। এর পর ওইদিন থেকেই গাজায় হামলা শুরু করে ইসরায়েল। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গাজায় এ পর্যন্ত ৪৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে এক লাখের বেশি মানুষ।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় ফিনজালের তাণ্ডবে ভারতে ৩ জনের মৃত্যু

ইসরায়েলের নির্বিচার হামলায় গাজার অধিকাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইসরায়েলি আগ্রাসনে ২০ লাখের বেশি বাসিন্দা তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। 

এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে অনেকদিন ধরে আলোচনা চলছে। আলোচনার জন্য কয়েক মাসের প্রচেষ্টায় খুব কমই অগ্রগতি হয়েছে। তবে যুদ্ধবিরতি আলোচনা আবার উত্থাপিত করতে কাতার, মিসর ও তুরস্কের সঙ্গে নতুন করে প্রচেষ্টা শুরু করছে যুক্তরাষ্ট্র।