২৮ নভেম্বর ২০২৪, ১৪:৪৩

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যা বললেন প্রিয়াঙ্কা গান্ধী

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী  © টিডিসি ফটো

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেত্রী ও সদ্য নির্বাচিত সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী। তিনি এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে একটি পোস্টের মাধ্যমে এই প্রতিক্রিয়া জানান।  

প্রিয়াঙ্কা গান্ধী লিখেছেন, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি এবং সংখ্যালঘু হিন্দুদের ওপর ক্রমাগত ঘটে চলা সহিংসতার সংবাদ অত্যন্ত চিন্তাজনক। একই সাথে তিনি এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবি জানান।  
  
প্রিয়াঙ্কা আরও বলেন, আমি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করব যাতে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে জোরালোভাবে তুলে ধরা হয়।

এদিকে, বিজেপির নেতা-নেত্রীরা প্রশ্ন তুলেছেন, বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিচ্ছেন না।  

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে ভারতের রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। প্রিয়াঙ্কা গান্ধীর মন্তব্য এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।