২৬ নভেম্বর ২০২৪, ১৫:২৮

বিক্ষোভে অগ্নিগর্ভ পাকিস্তান, সেনাবাহিনীকে দেখামাত্র গুলির নির্দেশ

পাকিস্তানে হাজার হাজার জনতা নেমে এসেছে সড়কে  © সংগৃহীত

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের ডাকা বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান। হাজার হাজার জনতা নেমে এসেছে সড়কে। বিক্ষুব্ধ জনতার সঙ্গে নিরাপত্তা বাহিনীর হামলা ও সংঘর্ষে অগ্নিগর্ভ রূপ ধারণ করেছে রাজধানী ইসলামাবাদ। এ অবস্থায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেয়া হয়েছে।

জানা গেছে, বিক্ষোভ ঠেকাতে পিটিআইয়ের পাঁচ এমপিসহ চার হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। লকডাউন করা হয়েছে রাজধানী ইসলামাবাদ। কিন্তু এতকিছু করেও সমাবেশস্থল মুখী জনস্রোত ঠেকাতে পারছে না সরকার। অবশেষে সেনাবাহিনীর দ্বারস্থ হতে হয়েছে পাকিস্তান সরকারকে। খবর জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, আন্দোলনকারী এবং দুর্বৃত্তদের ঠেকাতে ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর নির্দেশ জারি করা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য যদি প্রয়োজন হয়, তাহলে যে কোনও এলাকায় কারফিউ জারি করার অনুমতি দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। এমনকি দাঙ্গাবাজদের দেখামাত্র গুলি করার মতো কঠোর নির্দেশও দেয়া হয়েছে পাক সেনাবাহিনীকে।

উল্লেখ্য, ইসলামাবাদের ডি চকে জমায়েত হওয়ার ঘোষণা দিয়েছেন পিটিআই নেতা-কর্মীরা। তাদের ঠেকাতে রাজধানীর সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। দুই মাসের জন্য রাজধানী শহরে ১৪৪ ধারা জারি করা হয়। সব ধরনের সভা-সমাবেশ ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। বাধা উপেক্ষা করে সোমবার রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে পৌঁছে যায় পিটিআই নেতা-কর্মীদের গাড়িবহর। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় তাদের সংঘর্ষ হয়।