২৬ নভেম্বর ২০২৪, ১১:০০

ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনের ফল পাল্টে দেওয়ার মামলা বাতিল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলা বাতিল করে দিয়েছেন মার্কিন আদালত। ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বদলে দেওয়ার চেষ্টার অভিযোগে ওই মামলা করা হয়েছিল। সোমবার (২৫ নভেম্বর) মামলাটি খারিজ করে দেন যুক্তরাষ্ট্রের বিচারপতি তানিয়া চুটকান। 

তবে আগামী চার বছর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শেষ করার পর মামলাটির বিচার পুনরায় শুরু করা যাবে বলে জানিয়েছেন বিচারপতি তানিয়া চুটকান।

মার্কিন সরকারের বিশেষ প্রসিকিউটর জ্যাক স্মিথ, ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলাটি প্রত্যাহারের আবেদন করেছিলেন। এতে উল্লেখ করা হয়, বিচার বিভাগের নীতি অনুযায়ী, একজন বর্তমান প্রেসিডেন্টের বিচার করা যায় না। পাশাপাশি প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদ শেষে নিজের কাছে সরকারি গোপন নথি রাখার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছিল, সেটিও খারিজের আবেদন করেন তিনি।

এই প্রসঙ্গে, ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আমাকে অন্য যে-সব মামলার মুখোমুখি হতে বাধ্য করা হয়েছে, সেগুলোর মতো এই মামলাগুলোও বেআইনি এবং অন্তঃসারশূন্য। এগুলো কখনোই আদালতে আনা উচিত হয়নি।’

নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ‘মামলাগুলো রাজনৈতিক। ডোনাল্ড ট্রাম্প যদি নির্বাচনে হেরে যেতেন, তাহলে তাকে জীবনের বাকি সময়টা কারাগারে কাটাতে হতো।’