২৩ নভেম্বর ২০২৪, ২২:৫১

আফগানিস্তান ত্যাগ করা মার্কিন সেনার আটকে গেল পদোন্নতি

আফগানিস্তান থেকে ২০২১ সালে যুদ্ধাস্ত্র, হেলিকপ্টার, সামরিক জিপসহ অসংখ্য জিনিস ফেলে সরে যেতে বাধ্য হয় যুক্তরাষ্ট্রের সেনারা। সে বছরের ১৫ আগস্ট সব মার্কিন সেনা আফগানিস্তান ছাড়েন। আর সর্বশেষ সেনা হিসেবে বিমানে চড়েন ক্রিস্টোফার ডোনাহু নামের এক কর্মকর্তা।

একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, বহুল আলোচিত এই সেনা কর্মকর্তার পদোন্নতি আটকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেটের এক রিপাবলিকান সদস্য। এই সেনা কর্মকর্তাকে চার তারকা পদমর্যাদার জেনারেল হিসেবে পদোন্নতি দিয়েছিল প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। কিন্তু আপাতত তিনি এটি পাচ্ছেন না।

সংবাদমাধ্যম পলিটিকে জানিয়েছে, ক্রিস্টোফারের নাম ১ হাজার সেনা কর্মকর্তার তালিকায় ছিল। যাদের এই পদোন্নতির বিষয়টি অনুমোদন দিয়েছিল সিনেট আর্মড সার্ভিসেস কমিটি। কিন্তু এই তালিকা থেকে শেষ মুহূর্তে ক্রিস্টোফারের নাম মুছে ফেলা হয়েছে।

এমন সময় এই জেনারেলের পদোন্নতি আটকে দেওয়া হলো যখন শোনা যাচ্ছে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের সরে যাওয়ার’ বিষয়টি তদন্ত করবেন।

২০২১ সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেন প্রেসিডেন্ট বাইডেন। কথা ছিল ওই বছরের শেষ দিকে মার্কিন সেনারা চলে যাবেন। কিন্তু তালেবানের যোদ্ধারা চারদিক থেকে রাজধানী কাবুলে আসা শুরু করলে যুক্তরাষ্ট্রের সেনারা তড়িঘড়ি করে আফগানিস্তান ছাড়েন।