২৩ নভেম্বর ২০২৪, ১৭:২০

নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’ ব্যবহারের হুমকি পুতিনের 

ভ্লাদিমির পুতিন  © সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন দেশটির হাতে ‘ব্যবহারের জন্য প্রস্তুত’ শক্তিশালী নতুন ধরনের ক্ষেপণাস্ত্র মজুদ আছে। ইউক্রেনের নিপ্রো শহরে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার একদিন পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ কথা বলেন। 

শুক্রবার (২২ নভেম্বর) এক অনির্ধারিত টেলিভিশন ভাষণে তিনি বলেন, ওরেশনিক ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়া যায় না। এ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ১০ গুণ বেশি গতিতে উড়ে যেতে পারে। এর উৎপাদনের নির্দেশ দেওয়া হয়েছে।

‘যুদ্ধকালীন পরিস্থিতিতে’ এই ক্ষেপণাস্ত্রের আরও পরীক্ষা চালানোর প্রতিশ্রুতিও দেন তিনি। খবর বিবিসির।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পুতিনকে ‘সমুচিত জবাব’ দেয়ার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে করে তিনি ‘তার কর্মকাণ্ডের সত্যিকার পরিণতি অনুধাবন করতে পারেন’।

মি. জেলেনস্কি জানিয়েছেন যে তিনি ইউক্রেনের জন্য পশ্চিমাদের কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছেন।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার মূল ভূখণ্ডে ইউক্রেনের হামলা চালানোর উত্তর দিতে শব্দের চেয়ে দ্রুত গতিতে চলতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন রাশিয়ায় হামলায় ইউক্রেনকে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দেওয়ার পর যুদ্ধে নতুন উত্তেজনা ছড়িয়ে পড়ে; এর সঙ্গে অবধারিতভাবে যুক্ত হয়ে পড়ে ওয়াশিংটন।

আল জাজিরা বলছে, তাদের কাছে থাকা তথ্যমতে, এখন পর্যন্ত এ ধরনের অস্ত্রকে পাল্টা আঘাত করার মতো কোনো ব্যবস্থা ইউক্রেনের হাতে নেই বা কোনো দেশেরও তা নেই।