২১ নভেম্বর ২০২৪, ১৮:৫৭

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

বেঞ্জামিন নেতানিয়াহু  © সংগৃহীত

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এ ছাড়া ইসরায়েলি সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োহাভ গালান্টের বিরুদ্ধেও পরোয়ানা জারি করেছে হেগের এই আন্তর্জাতিক আদালত।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে বৃহস্পতিবার (২১ নভেম্বর) এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। খবর আল জাজিরার।

ওয়ারেন্টে ইসরায়েলের নেতানিয়াহু এবং গ্যালান্টের বিরুদ্ধে ‘মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের’ অভিযোগ আনা হয়েছে। আইসিসি দাবি করেছে, দুই কর্মকর্তা ‘ইচ্ছাকৃতভাবে এবং জেনেশুনে গাজার বেসামরিক জনগণকে তাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য বস্তু থেকে বঞ্চিত কারর জন্য দায়ী।’ এ প্রসঙ্গে আইসিসি বিশ্বাসযোগ্য ও যুক্তিসঙ্গত কারণ খুজে পেয়েছে।

হামাসের দেইফের বিরুদ্ধে বলা হয়েছে, অক্টোবরে হামাসের হামলায় অন্তত ১১৩৯ ইসরাইলি নিহত এবং দেশটিতে রকেট হামলায় তিনি অভিযুক্ত। যেটি মানবতার বিরুদ্ধে অপরাধ এবং যুদ্ধাপরাধ। যদিও দেইফকে গত জুলাইয়ে ইসরায়েল হত্যার দাবি করে।