১৭ নভেম্বর ২০২৪, ১১:৪৫

সেভেন সিস্টার্সের মণিপুরে অনির্দিষ্টকালের কারফিউ জারি, বন্ধ ইন্টারনেট

অনির্দিষ্টকালের কারফিউ জারি

নতুন করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের সেভেন সিস্টার্সের মণিপুর রাজ্য। গত শুক্রবার রাতে জিরিবাম বিভাগে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। যাদের খ্রিস্টান ধর্মাবলম্বী কুকি বিদ্রোহীরা অপহরণ করেছিল।

শনিবার (১৬ নভেম্বর) রাজধানী ইম্ফল ভ্যালিতে জড়ো হন শত শত মানুষ। হিন্দু ধর্মাবলম্বী মেইত গোষ্ঠীর সাধারণ মানুষ বিচারের দাবিতে রাস্তায় নামেন। এ সময় দুই মন্ত্রী ও তিন বিধায়কের বাড়িতে আগুন দেন তারা।

রবিবার (১৭ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ইম্ফলে অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়েছে। এছাড়া রাজ্যটির বেশ কয়েকটি জেলায় বন্ধ করে দেয়া হয়েছে ইন্টারনেট সেবা।

সংবাদমাধ্যম এনডিটিভি বলেছে, মণিপুরে মন্ত্রী-বিধায়কদের বাড়িতে হামলার পর মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাড়ির দরজা ভেঙে জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করে বিক্ষোভকারীরা।

তাদের প্রতিহত করতে পুলিশ ও নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ব্যবহার করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইম্ফলে অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়েছে। সাত জেলায় বন্ধ করে দেয়া হয়েছে ইন্টারনেট।
 
গত বছর থেকেই মণিপুরে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত বিবাদের জন্য রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। এর জেরে প্রাণ হারিয়েছেন অনেকেই। এতে মণিপুরের মুখ্যমন্ত্রীর ওপরও ক্ষুব্ধ সাধারণ জনগণ। তাদের দাবি, মণিপুরে শান্তি ফেরাতে না পারলে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।

শুক্রবার মণিপুর-আসাম সীমান্ত থেকে এক নারী এবং দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এছাড়া শনিবার আরও তিনটি মরদেহ উদ্ধার করা হয়। এর আগেও একই গ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষের আশঙ্কায় ১০ জন স্থানীয়ের ওপর গুলি চালানো হয়। এতে ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা।