ট্রাম্পের প্রশাসনে গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন ইলন মাস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচিত হওয়ার পর নতুন করে বিভিন্ন পদে নিয়োগ দিতে হয় প্রেসিডেন্টকে। সেই তালিকায় মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা পর্যন্ত নির্ধারণ করেন তিনি। এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বিজয়ী হওয়ার পর একে একে তার প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা থাকবেন, তাদের নাম ঘোষণা করছেন।
এবার ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় ব্যাপকভাবে সক্রিয় ছিলেন শীর্ষ ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক। আশা করা হচ্ছিল, ট্রাম্প জেতায় হয়তো আসন্ন রিপাবলিকান প্রশাসনে স্থান পাবেন তিনি। অবশেষে সেই জল্পনা সত্যি হলো। ট্রাম্প জানিয়েছেন, ইলন মাস্ককে নতুন একটি দপ্তরের দায়িত্ব দিতে যাচ্ছেন তিনি। দপ্তরটির নাম হবে ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি’। অবশ্য মাস্কের সঙ্গে কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক প্রেসিডেন্ট প্রার্থী বিবেক রামাস্বামীও।
আরও পড়ুন: প্রিয়াঙ্কার প্রথম ভোট পরীক্ষা আজ, পাবেন কি লোকসভার টিকিট?
ট্রাম্প বলেছেন, ‘এই দুই বিস্ময়কর আমেরিকান একসঙ্গে আমার প্রশাসনের জন্য সরকারি আমলাতন্ত্রকে ভেঙে ফেলার, অতিরিক্ত বিধিবিধান কমাতে, সরকারি ব্যয়ে অপচয় কমাতে এবং ফেডারেল সংস্থাগুলোর পুনর্গঠনের করার পথ প্রশস্ত করার জন্য কাজ করবেন। এই বিষয়টি ‘আমেরিকা বাঁচাও’ আন্দোলনের জন্য অপরিহার্য।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে বিশাল ব্যবধানে পরাজিত করেন ডোনাল্ড ট্রাম্প। পরে বিজয়ী ভাষণ দেওয়ার সময় সমর্থন দেওয়ার জন্য ইলন মাস্ককে ধন্যবাদ জানান তিনি। ট্রাম্প এ সময় ইলনকে একজন ‘বিশেষ লোক’ এবং ‘সুপার জিনিয়াস’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘আমাদের নতুন তারকা আছের। ইলন নামে একটি তারার জন্ম হয়েছে। তিনি এক আশ্চর্য লোক।’
আরও পড়ুন: প্রথম দিনেই অভিবাসী তাড়ানোর মিশনে নামছেন ট্রাম্প, তালিকায় ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীরাও
ট্রাম্প জানান, নির্বাচনী প্রচারণার সময় ফিলাডেলফিয়া, পেনসিলভানিয়ার বিভিন্ন অংশে তার সঙ্গে অন্তত দুই সপ্তাহ কাটিয়েছেন ইলন মাস্ক। তিনি বলেন, ‘শুধু ইলনই এমনটা করতে পারে। এ কারণেই আমি আপনাকে ভালোবাসি, ইলন।’ উল্লেখ্য, ইলন মাস্ক ট্রাম্পের নির্বাচনী প্রচারণা তহবিলে বিপুল পরিমাণ অর্থ অনুদান দিয়েছেন।
গত জুলাইয়ে ট্রাম্পকে হত্যাচেষ্টার পরই তার প্রতি সমর্থন প্রকাশ করেছিলেন প্রযুক্তি বিলিয়নিয়ার। পরবর্তী সময়ে নির্বাচনী প্রচারণায় ভূমিকা রাখার পাশাপাশি প্রচারাভিযানে ১০০ মিলিয়ন ডলারের বেশি অনুদানও প্রদান করেন। রয়টার্সের মতে, ট্রাম্পকে ইলন মাস্কের আর্থিক সমর্থন তার কোম্পানিগুলোকে সরকারি নিয়ন্ত্রণ থেকে রক্ষা করার একটি কৌশল হতে পারে।