১০ নভেম্বর ২০২৪, ১০:০৮

৮৮ বছর বয়সে মাধ্যমিক পরীক্ষায় অংশ নিলেন সৌদির আলী জাদমি

৮৮ বছর বয়সে মাধ্যমিক পরীক্ষায় অংশ নিলেন সৌদির আলী জাদমি
আলী জাদমি  © সংগৃহীত

শেখার কোনো বয়স নেই, নতুন করে এ কথার সত্যতা প্রমাণ করেছেন সৌদি আরবের বাসিন্দা ৮৮ বছরের আলী জাদমি। এই বয়সে সম্প্রতি মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি। সংবাদমাধ্যমের কল্যাণে এ খবর ছড়িয়ে পড়লে নেটিজেনদের কাছে ‘আলী চাচা’ হিসেবে পরিচিতি পান তিনি।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর জাজানের বাসিন্দা আলী জাদমি। সম্প্রতি মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষায় অংশ নেওয়া এই ব্যক্তির সহপাঠীদের সবাই তাঁর নাতি-নাতনির বয়সী।

আলী জাদমি জানান, তিনি একেবারে প্রাথমিক পর্যায় থেকে পড়াশোনা শুরু করে এ পর্যন্ত এসেছেন। তবে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের এই পথচলায় কোনো প্রতিবন্ধকতার শিকার হননি।

আরও পড়ুন: প্রবাসী কর্মীদের জন্য সুখবর দিল সৌদি আরব

নাতির বয়সী সহপাঠীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে জানতে চাওয়া হলে আলী জাদমি সৌদি সম্প্রচারমাধ্যম আল-আখবারিয়াকে বলেন, মাধ্যমিক পর্যায়ে তিনি ব্যাচের সবচেয়ে ভালো শিক্ষার্থীদের মধ্যে একজন ছিলেন। এ সময় ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন তিনি।

আলী জাদমি বলেন, জ্ঞান অর্জনের ক্ষেত্রে বয়স কোনো প্রতিবন্ধকতা হতে পারে না। মানুষ চাইলে দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করতে পারে। প্রবীণ ব্যক্তিরাও এ সুযোগ কাজে লাগিয়ে পড়াশোনায় মনোনিবেশ করতে পারেন।

আলী জাদমি একা নন। সৌদি আরবে সম্প্রতি বেশ কয়েকজন ব্যক্তি এভাবে বয়সের বাধাকে অতিক্রম করে পড়াশোনা শুরু করেছেন। তাঁদের একজন ফাতেমা জায়েদ। ১০২ বছর বয়সে স্থানীয় একটি স্কুলে পড়াশোনা শুরু করেন তিনি।