জামায়াতের সমর্থন নিয়ে ওয়েনাড়ে লড়ছেন প্রিয়াঙ্কা গান্ধী, উপনির্বাচন ঘিরে বেশ উত্তেজনা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৩:২৫ PM , আপডেট: ০৮ নভেম্বর ২০২৪, ০৪:১৮ PM
ভারতের কেরলের ওয়েনাড় লোকসভা উপনির্বাচনকে ঘিরে বেশ উত্তেজনা ছড়িয়েছে। ভারতের বিরোধী দলীয় জোট ‘ইন্ডিয়া’র অন্যতম শরিক, সিপিএমের পলিটব্যুরো সদস্য এবং কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে ইসলামপন্থি সংগঠন জামায়াতে ইসলামীর গোপন সমর্থনে নির্বাচনে লড়াইয়ের অভিযোগ তুলেছেন।
বিজয়নের অভিযোগ অনুযায়ী, জামায়াত ঘনিষ্ঠ ওয়েলফেয়ার পার্টি প্রিয়াঙ্কার পক্ষে ভোটের মাঠে সক্রিয়। বিজয়ন এটিকে কংগ্রেসের ধর্মনিরপেক্ষতার মুখোশ খসানোর প্রতীক হিসেবে দেখছেন এবং অতীতেও কংগ্রেসের সঙ্গে ইসলামপন্থি শক্তির বোঝাপড়ার অভিযোগ তুলেছিলেন।
ওয়েনাড়ে এই উপনির্বাচন আগামী ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। এটি রাহুল গান্ধীর ছেড়ে দেওয়া আসন। প্রিয়াঙ্কার প্রধান প্রতিদ্বন্দ্বীরা হচ্ছেন সিপিআইয়ের রাজ্য সহ-সম্পাদক সত্যেন মোকেরি এবং বিজেপির নারী মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক নব্যা হরিদাস।
এছাড়া বিজয়ন, কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইউডিএফের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি ‘ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ’-এর বিরুদ্ধেও সাম্প্রদায়িকতার অভিযোগ তুলেছেন, যেটি বিজেপির সাম্প্রদায়িকতার অভিযোগের সুরের সাথেই মেলে।
পরিসংখ্যান বলছে, ওয়েনাড় লোকসভা আসনটি ২০০৯ সালে নতুন করে আসন পুনর্বিন্যাসে সৃষ্টি হয় এবং এর পর থেকে কংগ্রেস এখানে কোনোবারও হারেনি, যা প্রিয়াঙ্কার জন্য ইতিবাচক হিসেবে দেখছেন তার সমর্থকরা।