হিমাচলে

মুখ্যমন্ত্রীর সিঙারা খেয়ে ফেললেন নিরাপত্তারক্ষীরা, তদন্তে সিআইডি

সিঙারা
সিঙারা  © সম্পাদিত

ভারতের হিমাচল প্রদেশে এখন সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে ‘সিঙাড়া’। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখুর জন্য আনা হয়েছিল সিঙাড়া, তবে সেটি শেষ পর্যন্ত তাঁর নিরাপত্তারক্ষীরা খেয়ে ফেলেছেন। এ ঘটনায় মুখ্যমন্ত্রী এতটাই অপমানিত হয়েছেন যে, তিনি অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-কে পুরো ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। 

শুক্রবার (৮ অক্টোবর) ভারতের একাধিক সংবাদমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। 

ঘটনার সূত্রপাত গত ২১ অক্টোবর। মুখ্যমন্ত্রী রাজ্যের সিআইডি সদর দপ্তরে একটি অনুষ্ঠানে যান ওইদিন। সিআইডির পক্ষে মুখ্যমন্ত্রীর জলখাবারের জন্য এক ফাইভ স্টার হোটেল থেকে সিঙাড়া আনানো হয়েছিল।

তবে শেষ পর্যন্ত সেই সিঙাড়া মুখ্যমন্ত্রীর প্লেট পর্যন্ত পৌঁছয়নি। সেটা নাকি দেওয়া হয় মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের। তাঁরাই সেই সিঙাড়া খেয়ে ফেলেন। তাতে ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী ও সিআইডির শীর্ষকর্তারাও।

সিআইডির কর্মকর্তারা মনে করছেন, নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। এর পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন। ডেপুটি পুলিশ সুপার পদমর্যাদার এক কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর দেওয়া প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, সমন্বয়ের অভাবেই এই ধরনের ঘটনা ঘটেছে। 

স্বাভাবিকভাবেই পুরো কাণ্ডকে কটাক্ষ করছে বিজেপি। তাদের বক্তব্য, রাজ্যের কংগ্রেস সরকার এখন মুখ্যমন্ত্রীর সিঙাড়া নিয়ে বেশি ভাবছে। রাজ্যের উন্নয়ন নিয়ে ভাবার সময় নেই। তা ছাড়া মুখ্যমন্ত্রীর সিঙাড়া যেভাবে হাপিশ হয়েছে, তাতেই স্পষ্ট প্রশাসনের শীর্ষস্তরে সমন্বয়ের কতটা অভাব।

রাজ্যের বিজেপি বিধায়ক এবং দলের মিডিয়া সেলের প্রধান রণধীর শর্মা টিপ্পনী কেটে বলেছেন, ‘হিমাচলের মানুষ সমস্যায় জর্জরিত, আর সরকার সিঙাড়ার খোঁজে তদন্ত করছে!’


সর্বশেষ সংবাদ