ট্রাম্পের বিজয়ে যা বললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন। এরপর তাকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার (৬ নভেম্বর) বেনিয়ামিন নেতানিয়াহু এক্সে দেওয়া এক পোস্টে এ শুভেচ্ছা বার্তা জানান।
ট্রাম্পেকে উদ্দেশ্যে করে তিনি লিখেছেন, ‘ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন! হোয়াইট হাউসে আপনার ঐতিহাসিক প্রত্যাবর্তন আমেরিকার জন্য একটি নতুন সূচনা এবং ইসরায়েল ও আমেরিকার মধ্যে মহান জোটের জন্য একটি শক্তিশালী প্রতিশ্রুতি প্রদান করে। তিনি আরও বলেন, ‘এটি একটি বিশাল বিজয়।’
এছাড়াও টাম্পের বিজয়ে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানও একই বার্তায় অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, ট্রাম্পের বিজয় মার্কিন রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় প্রত্যাবর্তন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার বিশাল জয়ের জন্য অভিনন্দন। বিশ্বের জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় বিজয়।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।প্রাথমিক ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানিয়েছে আমেরিজকান সংবাদমাধ্যম ফক্স নিউজ। তাদের হিসাব-নিকাশ মতে, আর কোনোভাবেই কমলা হ্যারিসের এগিয়ে যাওয়ার সুযোগ নেই। এরপরই মঞ্চে হাজির হয়ে সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প।