০৬ নভেম্বর ২০২৪, ১৫:৩৪

আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই ট্রাম্পকে মোদির শুভেচ্ছা বার্তা

ডোনাল্ড জে. ট্রাম্প ও নরেন্দ্র মোদি  © সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পকে তার ঐতিহাসিক নির্বাচনী বিজয়ের কাছাকাছি পৌঁছানোর জন্য শুভেচ্ছা জানিয়েছেন। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, তবে ট্রাম্প প্রার্থিতা ঘোষণার পর থেকেই বিপুল ভোটে এগিয়ে রয়েছেন এবং তিনি পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন। খবর এএনআই

বুধবার (৬ নভেম্বর) মোদি তার অফিসিয়াল ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ শুভেচ্ছা বার্তা জানান।

মোদি লিখেছেন, “ঐতিহাসিক নির্বাচনী জয়ে অভিনন্দন আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্প। আগের মেয়াদে আপনার সাফল্যের ওপর ভিত্তি করে, আমাদের পূর্বের কোলাবোরেশন নবায়ন ও  ভারত-যুক্তরাষ্ট্র কৌশলগত অংশীদারিত্বকে আরও দৃঢ় করার অপেক্ষায় আছি। একসঙ্গে, আমরা আমাদের জনগণের মঙ্গল এবং বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বৃদ্ধির জন্য কাজ করতে পারব।”

পোস্টটিতে নরেন্দ্র মোদি ট্রাম্পের সাথে তাদের পূর্বের বৈঠকের কিছু ছবি শেয়ার করেছেন। বিশ্ব রাজনীতির আলোচনার কেন্দ্রে থাকা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে মোদির এই পোস্ট ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের নতুন বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।