০৬ নভেম্বর ২০২৪, ১২:৩১

জয়ের পথে ট্রাম্প, লাল শিবিরে উল্লাস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল জানতে এখনও কিছুটা সময় বাকি। তবে নির্বাচনের মাঠ দেখে বুঝা যাচ্ছে জয়ের দিকে এগিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। নর্থ ক্যারোলাইনার পর এবার সুইং স্টেট জর্জিয়ায় জয়ী হয়েছেন রিপাবলিকান দলের এই প্রার্থী। এখন পর্যন্ত (বাংলাদেশ সময় সকাল সাড়ে পৌনে ১২টা পর্যন্ত) রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৪৭ এবং ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২১৪ ইলেক্টোরাল ভোট।

বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইলেক্টোরাল মানচিত্রের অবস্থা অনেকটাই ২০১৬ সালের নির্বাচনের মত, যখন নির্বাচনে জয়ী হয়েছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রজুড়ে যেসব কাউন্টির ফলাফল প্রকাশিত হয়েছে, সেখানে সামান্য হলেও লক্ষণীয়ভাবে এগিয়ে আছেন সাবেক এই প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে অন্তত ২৭০টি নিশ্চিত করতে হবে।

জয়ের এমন আভাস পাওয়ার পর ট্রাম্প ফ্লোরিডার পাম বিচ থেকে সমর্থকদের উদ্দেশে ভাষণ দেবেন। অন্যদিকে এমন ফলাফল আসার পর সম্ভবত অনেকটাই হতাশ ডেমোক্রেটরা। ডেমোক্রেট প্রার্থীর আজ রাতে ভাষণ দেওয়ার কথা থাকলেও তিনি দিচ্ছেন না বলে নিশ্চিত করেছে তার প্রচারশিবির। 

এদিকে এমন ফলাফলে ব্যাপক উল্লাস প্রকাশ করছেন ট্রাম্পের সমর্থকরা। এরই মধ্যে তারা ট্রাম্পের সদরদপ্তরে ব্যাপক উল্লাস শুরু করেছেন। [এপি,ফক্স নিউজ, বিবিসি]