ইরানকে সতর্ক করতে বি-৫২ বিমান মোতায়েন করবে যুক্তরাষ্ট্র, উদ্দেশ্য ইসরায়েলকে রক্ষা
মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজছে অনেকদিন ধরেই। ইরান-ইসরায়েল যুদ্ধাবস্থার মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিল যুক্তরাষ্ট্র। জো বাইডেন প্রশাসন মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা, বোমারু বিমান ও মিসাইল সিস্টেম মোতায়েনের ঘোষণা দিয়েছে। এর মধ্য দিয়ে বাইডেন প্রশাসন বার্তা দিচ্ছে যে, ইরান যদি ইসরায়েলে হামলা চালায়, তাহলে সরাসরি জবাব দেবে আমেরিকা।
শনিবার (২ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন জানায়, ইরানকে সতর্ক করতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র যেসব অস্ত্র মোতায়ন করবে তার মধ্যে রয়েছে প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসকারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার বি-৫২ বোমারু বিমান।
ইজরায়েলে বিপুল পরিমাণ অস্ত্র মোতায়েন প্রসঙ্গে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার বলেন, ইরান বা ইরানের কোনও মিত্র দেশ যদি মার্কিন সেনা বা এই অঞ্চলে হামলার চালায় তাহলে তার জবাব দেবে আমেরিকা।
ইসরাইলের সমর্থনে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিরক্ষাব্যবস্থা ক্রমাগত শক্তিশালী করছে। যার মধ্যে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা থাড যুক্ত করা। যা গত মাসের শেষের দিকে দেশে মোতায়েন করা হয়েছিল। বর্তমানে তেল আবিবে এটি মার্কিন সেনারা পরিচালনা করছে।
উল্লেখ্য, ইসরাইল ২৬ অক্টোবর ইরানের বিরুদ্ধে হামলা চালায়। তেহরানসহ কয়েকটি প্রদেশের সামরিক অবকাঠামো ধ্বসের দাবি করে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার।
ইরান চলতি বছরে ইসরাইলের বিরুদ্ধে দুটি বড় হামলা চালিয়েছে। প্রথমটি এপ্রিলে সিরিয়ার দামেস্কে কনস্যুলেটে হামলার দায়ে এবং আরেকটি অক্টোবরে। তেহরান বলেছিল, তার মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর শীর্ষস্থানীয় নেতাদের হত্যার প্রতিক্রিয়া এটি ইসরাইলি আগ্রাসনের জবাব।
পর্যবেক্ষকেরা সতর্কতা জারি করে বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের অতিরিক্ত সেনা ও বি-৫২ বোমারু বিমান মোতায়েনের ঘোষণা মধ্যপ্রাচ্যকে আরও অশান্ত ও অস্থিতিশীল করবে।