০১ নভেম্বর ২০২৪, ১৭:০৩

জাপানে নতুন আইন: মদপান করে সাইকেল চালালে জরিমানা প্রায় ৪ লক্ষ টাকা

জাপানের নতুন সাইকেল আইন কার্যকরে কাজ করছে পুলিশ  © এএফপি

জাপানে সাইকেল চালকদের জন্য পুরনো আইন সংশোধন করে নতুন আইন প্রণয়ন করেছে দেশটির সরকার। সংশোধিত এই সড়ক ট্রাফিক আইন লঙ্ঘন করলে মিলতে পারে সর্বাধিক ছয় মাসের জেল বা ১০০,০০০ ইয়েন (প্রায় ৭৮,০০০ টাকা) জরিমানা। শুক্রবার (০১ নভেম্বর) নতুন এই কঠোর আইন কার্যকর হয়েছে।

স্থানীয় মিডিয়ার একটি প্রতিবেদন বলছে, ২০২১ সালে সাইকেল দুর্ঘটনার সংখ্যা বাড়তে শুরু করে, কারণ অনেক মানুষ মহামারীর সময় গণপরিবহণের পরিবর্তে সাইকেল চালাতে বেছে নেয়। সাইকেল চালকের সংখ্যা বৃদ্ধি কর্তৃপক্ষ এখন সাইকেল চালকদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

ফোন ব্যবহারের উপর নিষেধাজ্ঞার পাশাপাশি, নতুন আইনটি মদপান করে সাইকেল চালানোর বিরুদ্ধে আইনশৃঙ্খলা কঠোর করেছে। এতে ৫০০,০০০ ইয়েন (প্রায় ৩,৯২,২৫২) জরিমানা বা তিন বছরের জেল হতে পারে। নতুন আইনের কার্যকরের কয়েক ঘণ্টার মধ্যে ওসাকা কর্তৃপক্ষ পাঁচটি লঙ্ঘনের ঘটনা রেকর্ড করেছে, যার মধ্যে দুই জন মদপান করে সাইকেল চালাচ্ছিলেন। একজন অন্য সাইকেল চালকের সাথে ধাক্কা খেয়েছিলেন, তবে কোনো আহতের খবর পাওয়া যায়নি।

জাপানে মোট ট্রাফিক দুর্ঘটনার সংখ্যা কমছে, তবে সাইকেল দুর্ঘটনা বাড়ছে। ২০২৩ সালে জাপানে ৭২,০০০ এরও বেশি সাইকেল দুর্ঘটনা রেকর্ড করা হয়েছে, যা দেশের মোট ট্রাফিক দুর্ঘটনার ২০% এর বেশি। ২০২৪ সালের প্রথমার্ধে মোবাইল ফোন ব্যবহার করে সাইকেল চালানোর ফলে একটি মৃত্যুর ঘটনা এবং ১৭টি গুরুতর আহতের ঘটনা ঘটেছে, যা ২০০৭ সাল থেকে পুলিশ কর্তৃক রেকর্ড করা পরিসংখ্যানের মধ্যে সর্বোচ্চ। ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে মোবাইল ফোন ব্যবহার করে ৪৫৪টি সাইকেল দুর্ঘটনা ঘটেছে, যা পূর্ববর্তী পাঁচ বছরের তুলনায় ৫০% বৃদ্ধি পেয়েছে।

নতুন এই আইনটি সাইকেল চালক এবং পথচারীদের সুরক্ষার জন্য একটি সিরিজ নিরাপত্তা বিধির অংশ হিসেবে এসেছে। গত বছর, কর্তৃপক্ষ সাইকেল চালকদের জন্য হেলমেট পরা বাধ্যতামূলক করেছে। মে মাসে, জাপানের সংসদ একটি বিল পাস করেছে যা পুলিশের কাছে সাইকেল চালকদের জন্য ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে জরিমানা করার অনুমতি দেয়।

 

সূত্র: বিবিসি