ইসরায়েলি হামলা নিয়ে যা বলছে ইরান

ইরানের পতাকা
ইরানের পতাকা  © সংগৃহীত

মধ্যরাতেই ইরানে হামলা করেছে ইসরায়েল। ইসরায়েল বলছে ইরানের করা হামলার প্রতিশোধ হিসেবে তাদের এই আক্রমণ। ইরানের সময় রাত ২ টার পরে মোট ৩টি ধাপে এ হামলাগুলো চালানো হয়েছে বলেছে নিশ্চিত করেছে বার্তামাধ্যম রয়টার্স। 

হামলার প্রসঙ্গে ইরান বলছে, পূর্বের সতর্কতা সত্ত্বেও জায়নিস্ট রিজিম তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তবে ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে হমলা প্রতিরোধ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, কিছু স্থানে হামলায় সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত জানতে তদন্ত শুরু করা হয়েছে।

বার্তামাধ্যম আল জাজিরা প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের হামলার অধিকাংশই সফলভাবে প্রতিরোধ করেছে। 


সর্বশেষ সংবাদ