১৭ অক্টোবর ২০২৪, ১২:২৬

মাথায় টাক থাকলেই মিলবে পুরস্কার!

  © সংগৃহীত

“‍যাদের মাথায় চুল কম থাকে বা নেই, তারা আসলে বুদ্ধিমান এবং এরা প্রত্যেকেই বুদ্ধিজীবী” বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের শাসক দলের এক বিধায়ক (এমপি)। এমন ব্যক্তিদেরকে একত্রিত করে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে দেন পুরষ্কারও।

বুধবার (১৬ অক্টোবর) মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বিজয়ার শুভেচ্ছা জানানোর এক অনুষ্ঠানে এ কাজ করেন।

তিনি বলেন, সমাজের উচ্চস্তরে বহু পদাধিকারী রয়েছে যাদের মাথায় চুল নেই। এ থেকেই সহজেই অনুমেয়, যাদের মাথায় চুল কম, তারা বেশি বুদ্ধিমান হন।

এ সময় সেখানে স্থানীয় দুটি গ্রাম পঞ্চায়েতের প্রায় ১০০ জন টাক পড়া মানুষকে একত্রিত করে একটি করে পাঞ্জাবি ও গোলাপ ফুল উপহার দেন তৃণমূল বিধায়ক। আগামী দিনে সমগ্র ব্লকে এবং তাঁর বিধানসভা এলাকার সমস্ত টাক পড়া মানুষজনকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হবে বলেও জানিয়েছেন তৃণমূল বিধায়ক। এ ব্যাপারে উৎসাহ দিতে বিশেষ প্রতিযোগিতা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: বন্ধ হওয়ার পথে কলকাতার দেড়শো বছরের পুরোনো ট্রাম পরিষেবা

শওকতের এমন কাজ ঘিরে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। টাক মাথার জন্য যে পুরস্কার পাওয়া যেতে পারে, তাই-ই বা কে ভেবেছিল!