সোস্যাল মিডিয়ায় ফিলিস্তিনের সমর্থনে লাইক-কমেন্ট করলেই নাগরিকত্ব দেবে না জার্মানি

'ফ্রম দ্য রিভার টু দ্য সি' স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড।
'ফ্রম দ্য রিভার টু দ্য সি' স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড।  © সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ফিলিস্তিনের সমর্থনে 'ফ্রম দ্য রিভার টু দ্য সি' (নদী থেকে সাগর) স্লোগান শেয়ার, লাইক বা কমেন্টস করলে তাদের নাগরিকত্ব দেবে না ইউরোপের দেশ জার্মানি। নর্থ জার্মান রেডিও অ্যান্ড টেলিভিশন (এনডিআর)  করা এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে 'নদী থেকে সাগর' স্লোগান ব্যবহার, লাইক বা মন্তব্য করবেন তারা জার্মান নাগরিকত্ব পাওয়ার যোগ্য হবেন না। 

গত ২৭ জুন জার্মানির দ্বৈত নাগরিকত্ব আইন প্রণয়নের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।  

জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নিয়মেও বলা হয়েছে, এই স্লোগান ব্যবহার করলে কোনো ব্যক্তি জার্মান নাগরিক হওয়ার অযোগ্য হবেন।

এই স্লোগানের শিকড় ১৯৬০-এর দশকের। জর্ডান নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত ফিলিস্তিনের সম্পূর্ণ মুক্তির দাবিতে এই স্লোগান দেওয়া হয়।


সর্বশেষ সংবাদ