হিজবুল্লাহর শীর্ষ ২০ নেতাকে হত্যার দাবি ইসরাইলের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৮ PM , আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৮ PM
লেবাননের বৈরুতে বিমান হামলা চালিয়ে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহসহ ২০ জনেরও বেশি সদস্যকে হত্যার দাবি করেছে ইসরাইল। যার মধ্যে কয়েকজনের নিহত হওয়ার খবর নিশ্চিতও করেছে হিজবুল্লাহ। রবিবার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, শুক্রবারের (২৭ সেপ্টেম্বর) হামলায় তারা বিভিন্ন র্যাংকের ২০ জনেরও বেশি হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে। এই হামলায় হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহকেও হত্যা করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানায়, সেদিন যারা নিহত হয়েছেন; তারা যে জায়গায় নাসরাল্লাহকে হত্যা করা হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন এবং তাদের দলের জন্য বিভিন্ন অপারেশন পরিচালনা করছিলেন।
ইসরাইলি বাহিনী যাদের হত্যা করার দাবি করেছে, তাদের মধ্যে রয়েছেন- ১. হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্টের কমান্ডার আলি কারাকি, ২. নাসরুল্লাহর নিরাপত্তা ইউনিটের প্রধান ইব্রাহিম হুসেইন জাজিনি, ৩. নাসরুল্লাহর আস্থাভাজন সামির তৌফিক দিব, ৪. হিজবুল্লাহর ফোর্স-বিল্ড আপের প্রধান আবেদ আল-আমির মুহাম্মদ সাবলিনি, ৫. হিজবুল্লাহর ফায়ারপাওয়ার সমন্বয়ক আলি নাফ আইয়ুব, ৬. হিজবুল্লাহর প্রতিরোধমূলক নিরাপত্তা পরিষদের প্রধান নাবিল কাওক, ৭. হিজবুল্লাহর গোয়েন্দা বিভাগের প্রধান হাসান ইয়াসিন।