২২ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৬

পশ্চিম তীরে আল জাজিরার কার্যালয়ে ইসরায়েলি বাহিনীর অভিযান, বন্ধের নির্দেশ

পশ্চিম তীরে আল জাজিরার কার্যালয়ে ইসরায়েলি বাহিনীর অভিযান, বন্ধের নির্দেশ  © সংগৃহীত

অধিকৃত পশ্চিমতীরের রামাল্লায় সংবাদ মাধ্যম আল জাজিরা টিভির ব্যুরো কার্যালয়ে অভিযান চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। সেইসঙ্গে প্রাথমিকভাবে ৪৫ দিনের জন্য কার্যালয় বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রামাল্লায় আল জাজিরার কার্যালয়ের চারপাশে গোলাগুলি ও টিয়ার গ্যাসের শব্দ শোনা যাচ্ছে। রোববার ভোরে ভারী অস্ত্রসজ্জিত মাস্কপরা ইসরায়েলি সেনারা জোরপূর্বক আল জাজিরা টিভির ব্যুরো কার্যালয়ে প্রবেশ করে। 

তারা আল জাজিরা টিভির পশ্চিম তীরের ব্যুরোপ্রধান ওয়ালিদ আল-ওমরির কাছে চ্যানেল বন্ধের সামরিক আদেশটি দেন। তবে এই আদেশের কোনো কারণ ব্যাখ্যা করেনি তারা।

রামাল্লা থেকে আল জাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিম ফোনে বলেছেন, ইসরায়েলের ভেতরে রিপোর্ট করা নিষিদ্ধের পর পশ্চিম তীরে অভিযান এবং কার্যালয় বন্ধের আদেশ কোনো আশ্চর্যজনক কিছু নয়। 

ইসরায়েলের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে ‘প্যালেস্টানিয়ান জার্নালিস্টস সিন্ডিকেট’। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, সেনাবাহিনীর এ ধরনের স্বৈরাচারী সিদ্ধান্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের কাজের স্বাধীনতার লঙ্ঘন।