০৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪০

মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলায় নিহত ১১

মিয়ানমারে গোলাবর্ষণে বিধ্বস্ত ঘরবাড়ি  © সংগৃহীত

মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা বাহিনীর বিমান হামলায় দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ শানে ১১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১১ জন। হতাহতদের সবাই বেসামরিক নাগরিক। খবর এএফপির।

শান প্রদেশে সক্রিয় জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠী তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মির (টিএনএলএ) মুখপাত্র এলওয়ে ইয়ে উ’ বলেন, বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে নামকাম শহরের দুই এলাকায় বিমান থেকে গোলাবর্ষণ করেছে জান্তা বাহিনী। এতে ১১ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন।

চীনের সীমান্তবর্তী প্রদেশ শানের নামকাম শহর থেকে চীনের সীমান্ত মাত্র পাঁচ কিলোমিটার দূরে। গত মার্চ মাসে সেনাবাহিনীকে হটিয়ে এই শহরটির নিয়ন্ত্রণ নেয় টিএনএলএ।

গত অক্টোবর থেকে মিয়ানমারে ক্ষমতাসীন সামরিক সরকারের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই শুরু করে বিভিন্ন জান্তাবিরোধী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। এসব গোষ্ঠীর মধ্যে অগ্রসারিতে রয়েছে টিএনএলএ। শান প্রদেশের অধিকাংশ এলাকা বর্তমানে নিয়ন্ত্রণ করছে এই গোষ্ঠীটি।