যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৪ ছাত্র-শিক্ষক নিহত

যুক্তরাষ্ট্রে বিদ্যালয়ে বন্দুক হামলা
যুক্তরাষ্ট্রে বিদ্যালয়ে বন্দুক হামলা  © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের একটি বিদ্যালয়ে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজন ছাত্র ও দুজন শিক্ষক বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।

দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জর্জিয়া অঙ্গরাজ্যের আপালাচি হাইস্কুলে এই বন্দুক হামলা ও হতাহত হওয়ার ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জর্জিয়ার একটি হাইস্কুলে বন্দুকধারীর গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনার পরপরই পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা স্কুলে ছুটে আসেন এবং আশপাশের এলাকাকে নিয়ন্ত্রণে নেয়। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, হামলার ঘটনায় কয়েকজন আহত হয়েছেন এবং তাদের মধ্যে অন্তত একজনকে এয়ার অ্যাম্বুলেন্সে করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। আর এ হামলায় ৯ জন আহত হওয়ার কথা জানিয়েছে রয়টার্স।

জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশন বা জিবিআই বলেছে, তারা সেখানকার একটি হাইস্কুলে ‘গোলাগুলির’ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল। গুলিবর্ষণের সময় ঘটনাস্থল থেকে ছাত্র-ছাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছিল এবং বেশ কয়েকজনকে স্কুলের কাছে একটি মাঠে আটকে থাকতে দেখা গেছে।

ব্যারো কাউন্টি শেরিফের অফিস এক বিবৃতিতে বলেছে, সন্দেহভাজন ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে।

১৪ বছর বয়সী এক কিশোর বন্দুকধারী আপালাচি হাইস্কুলের ভেতরে এই গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে। আইন প্রয়োগকারী সূত্র সিএনএনকে জানিয়েছে, কিশোরটি সেই স্কুলে পড়ে কি না, তা এখনও জানা যায়নি।

সিএনএনও নিশ্চিত করেছে, বুধবারের এই গুলিবর্ষণের ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এতে চারজন নিহত ছাড়াও এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়েছে।

সংবাদমাধ্যমটি আরও বলেছে, আহতদের সবাই গুলিবিদ্ধ হয়ে আহত হননি। হামলার সময় ঘটনাস্থল পালাতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। স্কুলটি অঙ্গরাজ্যের রাজধানী আটলান্টা থেকে প্রায় ৪৫ মাইল (৭০ কিলোমিটার) উত্তর-পূর্বে উইন্ডার শহরে অবস্থিত।

বিবিসি বলছে, জর্জিয়ার ওই হাইস্কুলে গুলিতে চারজন নিহত ও ৯ জন আহত হওয়ার ঘটনায় ১৪ বছর বয়সী এক ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হবে। জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশন জানিয়েছে, ব্যারো কাউন্টির উইন্ডারের অ্যাপালাচি হাইস্কুলে বুধবারের হামলায় দুই ছাত্র ও দুই শিক্ষক মারা গেছে।

একজন কর্মকর্তা জানিয়েছেন, হামলার ঘটনায় স্কুলের ছাত্র কোল্ট গ্রেকে ক্যাম্পাসের দুই কর্মকর্তা গ্রেফতার করেছেন। তাকে প্রাপ্তবয়স্ক হিসেবে বিচার করা হবে।


সর্বশেষ সংবাদ