৩০ আগস্ট ২০২৪, ১২:০২

ভারতে মেয়েদের হোস্টেলে গোপন ক্যামেরা, ৩০০ ছবি-ভিডিও ফাঁস

শিক্ষার্থীদের আন্দোলন  © সংগৃহীত

মেয়েদের হোস্টেলের ওয়াশরুমে গোপনে ক্যামেরা সেট করে রেকর্ড করা হতো শিক্ষার্থীদের ভিডিও। পরবর্তী সময়ে এসব ভিডিও বিক্রি করা হতো। এমনই এক ঘটনা ঘটেছে ভারতের অন্ধ্র প্রদেশের কৃষ্ণান জেলার গুদলাভাল্লেরু ইঞ্জিনিয়ারিং কলেজে। 

এমন ঘটনায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সন্ধ্যায় একদল শিক্ষার্থী তাদের ওয়াশরুমে গোপন ক্যামেরার খোঁজ পায়। এরপরেই সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির শুরু হয়। শিক্ষার্থীরা স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে বিক্ষোভ শুরু করে এবং আজ সকাল অবধি চলে। আমরা বিচার চাই বলে স্লোগান দিতে থাকে তারা। 

পুলিশ ইতোমধ্যে ছেলেদের হোস্টেল থেকে বিজয় কুমার নামে এক সিনিয়র শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে। বিটেকের ফাইনাল বর্ষের শিক্ষার্থী বিজয় এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত বলে প্রতিবেদনে বলা হয়েছে। ইতোমধ্যে তার ল্যাপটপ জব্দ করা হয়েছে এবং তদন্ত চলছে। 

রিপোর্টে বলা হয়েছে, মেয়েদের হোস্টেলের ওয়াশরুম থেকে তিন শতাধিক ছবি ও ভিডিও ফাঁস হয়েছে। কিছু শিক্ষার্থী বিজয়ের কাছ থেকে এসব ভিডিও কিনে নিয়েছে। 

এ ঘটনায় নারী শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা এখন ওই হোস্টেলের ওয়াশরুম ব্যবহার করতে ভয় পাচ্ছে।

পুলিশ জানিয়েছে, তারা পুরো ঘটনা খতিয়ে দেখছে, সেইসঙ্গে এতে আরও কেউ জড়িত আছে কিনা- তাও তদন্ত করছে।