বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছে ভারত: জয়শঙ্কর
শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের চলমান পরিস্থিরি ওপর নজর রাখছে ভারত। এছাড়া বাংলাদেশের পরিস্থিতি নিয়ে করণীয় নির্ধারণে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার দেশের সব দলের সঙ্গে আলোচনায় বসেন।
আজ মঙ্গলবার (৬ জুলাই) সব দলের সঙ্গে আলোচনায় জয়শঙ্কর বাংলাদেশের সহিংস পরিস্থিতির মধ্যে সম্ভব্য নিরাপত্তা, অর্থনৈতিক এবং কূটনৈতিক পরিস্থিতির বিষয়টি তুলে ধরেন।
বৈঠকে জয়শঙ্কর সংসদ সদস্যদের বলেন, বর্তমানে বাংলাদেশে যে ধরনের পরিস্থিতি চলছে, তার মধ্যে তাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে।
বর্তমানে দিল্লিতে থাকা শেখ হাসিনাকে ভবিষ্যত পরিকল্পনার জন্য আর সময় দিতে চায় ভারত বলে জানিয়েছেন এস জয়শঙ্কর। শেখ হাসিনা কী পরিকল্পনা গ্রহণ করবে সেটি জানতে চেয়েছে কেন্দ্র।
জয়শঙ্কর বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান ঘটনার ওপর ভারত নজর রাখছে এবং অন্তবর্তীকালীন সরকার গঠন নিয়ে তারা বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছে।
ওই বৈঠকে জয়শঙ্করের সঙ্গে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজ্জু উপস্থিতি ছিলেন।