৩০ মে ২০২৪, ১৬:১২

জাপান সাগরে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

জাপান সাগরে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার
একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উ. কোরিয়ার  © সংগৃহীত

উত্তর কোরিয়ার প্রতিরক্ষা বাহিনী দেশটির পূর্ব সীমান্তে জাপান সাগরে একের পর এক স্বল্প পাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। বৃহস্পতিবার (৩০ মে) ভোরের দিকে ছোড়া হয়েছে এসব ক্ষেপণাস্ত্র। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বাহিনী।

এতে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোরের দিকে পূর্বাঞ্চলীয় উপকূলে অন্তত ১০টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে পিয়ংইয়ং। এসব ক্ষেপণাস্ত্র ৩৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।’

বিবৃতিতে এই ঘটনাকে ‘উসকানিমূলক’ উল্লেখ করে আরও বলা হয়েছে, এ ইস্যুতে শিগগিরই যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে আলোচনা করবে সিউল।

দক্ষিণ কোরিয়ার পাশাপাশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সত্যতা নিশ্চিত করেছে জাপানও। বৃহস্পতিবার সকালে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সাংবাদিকদের জানিয়েছেন, উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো জাপানের সমুদ্রসীমার এক্সক্লুসিভ ইকোনমিক জোনে আঘাত হেনেছে। ‘উসকানিমূলক’ এই ঘটনার তীব্র নিন্দাও জানিয়েছেন তিনি।

গত সোমবার সিউলে ‘কোরিয়া উপদ্বীপকে পরমাণু অস্ত্র থেকে মুক্ত করা’ ইস্যুতে বৈঠক করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইয়োল, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। এই তিনটি দেশ একটি ত্রিপক্ষীয় আঞ্চলিক জোটের সদস্য। এই জোটের সর্বশেষ বৈঠক হয়েছিল ২০১৯ সালে।

সোমবারের সেই বৈঠকের কঠোর নিন্দা জানিয়েছিল পিয়ংইয়ং। রাষ্ট্রীয় বার্তাসংস্থা কেসিএনএতে এ বৈঠককে ‘গভীরভাবে উসকানিমূলক’ উল্লেখ করে বলা হয়েছিল, উত্তর কোরিয়া নিজেকে পরমাণু অস্ত্রসমৃদ্ধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়েছে এবং প্রতিবেশী দেশগুলোর এ ধরনের বৈঠক একেবারেই প্রত্যাশা করে না পিয়ংইয়ং। [সূত্র : এএফপি]