ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশগ্রহণ, ১৩ শিক্ষার্থীকে সনদ না দেওয়ার ঘোষণা হার্ভার্ডের
যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশগ্রহণ করায় ১৩ শিক্ষার্থীকে সনদ না দেওয়ার ঘোষণা দিয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। গত বুধবার (২২ মে) জারি করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
ডিগ্রি যোগ্যতা সম্পর্কিত এক বিধান উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, ক্যাম্পাসে হওয়া আন্দোলনে অংশগ্রহনের মাধ্যমে তারা বিশ্ববিদ্যালয়ের নীতি লঙ্ঘন করেছে। তাই আমরা এই মুহুর্তে তাদের ডিগ্রি প্রদান করতে পারি না।
হার্ভার্ডের এ সিদ্ধান্তকে তাত্ক্ষণিক তিরস্কার জানিয়ে বিশ্ববিদ্যালয়টির ইতিহাসের অধ্যাপক কার্স্টেন ওয়েল্ড বলেন, আমি মনে করি এটি কর্পোরেশনের পক্ষ থেকে একটি মারাত্মক ভুল। অনুষদের স্পষ্টভাবে প্রকাশিত এবং আইনানুগ ইচ্ছার প্রতি সম্পূর্ণ অবজ্ঞার প্রদর্শন এবং এটি ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে একটি বিশাল সংকট তৈরি করতে চলেছে।
সোমবার (২০ মে) একটি নিয়মিত বৈঠকে, কলা ও বিজ্ঞান অনুষদ থেকে এই বছর ডিগ্রি প্রাপ্তদের তালিকায় ১৩ জন শিক্ষার্থীকে পুনর্বহাল করার পক্ষে ভোট দিয়েছে। হার্ভার্ডের একজন মুখপাত্র জানিয়েছেন, সেখানে ১১৫ জন অনুষদ সদস্য উপস্থিত ছিলেন।
তবে অনেক শিক্ষক প্রশাসনিক বোর্ড কর্তৃক আরোপিত শৃঙ্খলামূলক এ পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন।