ইসরায়েলের বিরুদ্ধে আজ রায় দেবে আইসিজে
গাজায় যুদ্ধবিরতি কার্যকরে ইসরাইলকে আদেশ দেয়ার আবেদনে শুক্রবার (২৪ মে) রায় দেবে জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)। দক্ষিণ আফ্রিকা আদালতের কাছে আবেদন করে এমন আদেশ দেয়ার জন্য। সেই আবেদন নিয়ে দক্ষিণ আফ্রিকা এবং ইসরাইলের বক্তব্য এরই মধ্যে শুনেছেন আইসিজের বিচারকরা।
রায় দিতে পারলেও তা কার্যকর করানোর ক্ষমতা নেই আইসিজের। এর আগে ইউক্রেনে আগ্রাসন বন্ধের জন্য রাশিয়াকে নির্দেশ দিয়েছিল আদালত।
রাফায় দশ লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি রয়েছে। যাদের ওপর বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।
গত সপ্তাহে শুনানিতে, দক্ষিণ আফ্রিকা আইসিজেকে গাজা এবং বিশেষ করে রাফাতে ফিলিস্তিনি জনগণের বেঁচে থাকা নিশ্চিত করতে ইসরাইলের আক্রমণ বন্ধের আদেশ দেওয়ার আবেদন করেছেন। ওই আবেদনের প্রেক্ষিতেই এ রায় হবে।
এর আগে জানুয়ারিতে প্রাথমিক শুনানির পর, আইসিজে গাজায় মানবিক দুর্ভোগ সীমিত করার জন্য ইসরাইলকে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়ে বেশ কিছু অস্থায়ী ব্যবস্থা জারি করে। [আল-জাজিরা]