২২ মে ২০২৪, ১০:৪৮

আইসিসি পরোয়ানা জারি করলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা নরওয়ের

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু  © ইন্টারনেট

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন প্রসিকিউটর কারিম খান।  যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে এ আবেদন করা হয়েছে। এ পরোয়ানা জারি হলেই নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে নরওয়ে। 

আনাদোলু নিউজ এজেন্সির খবরে এ তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, আইসিসির পরোয়ানা জারি হলেই নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে ‘বাধ্য’ বলে জানিয়েছে নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকেও গ্রেপ্তারের হুঁশিয়ারি দিয়েছে দেশটি।

আরো পড়ুন: গাজায় ইসরায়েলি বোমা হামলায় গর্ভবতী নারী ও অনাগত শিশুসহ নিহত ৮৫

দেশটির পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে বলেছেন, নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে এবং তারা নরওয়েতে আসলে তাদের গ্রেপ্তার করতে বাধ্য হবে নরওয়ে। 

দেশটির একটি সংবাদমাধ্যম জানিয়েছে, নেতানিয়াহু নরওয়ে সফরে আসলে তাকে প্রত্যর্পণ বা যথাযথ কর্তৃপক্ষের কাছে সমর্পনের ঝুঁকি রয়েছে। এ তথ্য পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে নিশ্চিত করেছেন।