কিরগিজস্তানে হামলা: খাবার কিনতে পারছে না বাংলাদেশি শিক্ষার্থীরা
কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের হোস্টেলে স্থানীয়দের হামলার ঘটনায় এ পর্যন্ত অন্তত চারজনের মৃত্যুর খবর দিয়েছে বিভিন্ন গণমাধ্যম। এ ঘটনায় দেশটির রাজধানীতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে শঙ্কা জানিয়েছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। তারা সাহায্যের আকুতি জানিয়েছেন।
দেশটির ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব কিরগিজস্তানের বাংলাদেশি শিক্ষার্থী মোহাম্মদ তানভীর মেহরাব বাংলাদেশের একটি বেসরকারি চ্যানেলকে সাক্ষাৎকারে বলেছেন, দেশটির পরিস্থিতি খুব একটা ভালো নেই। গতকাল তাদের হোস্টেলে স্থানীয়রা আক্রমণ করেছিল। পরে হামলা হয়েছে, যারা হোস্টেলের বাইরে বিভিন্ন বাসা ভাড়া নিয়ে থাকে তাদের ওপর।
তারা খাবার কিনতে যেতে পারছেন না জানিয়ে তানভীর মেহরাব আরও বলেন, ‘আমরা ঝুঁকিপূর্ণভাবেই আছি। এখানে নিরাপদে নেই। আমরা চাই যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান হোক।’
কিরগিজস্তানের ইন্টারন্যাশনাল স্কুল অব মেডিসিনের বাংলাদেশি শিক্ষার্থী সামিয়া কবির বলেছেন, ‘আমরা পাঁচজন বাংলাদেশি মেয়ে আছি। আমাদের অ্যাপার্টমেন্টের ভেতরে রয়েছি। অ্যাপার্টমেন্টের সামনে কিছু লোক জড়ো হচ্ছে। আমাদের সাহায্য করুন। কর্তৃপক্ষ আমাদের ভেতরে থাকতে বলেছে। কাছাকাছি অন্যান্য অ্যাপার্টমেন্ট থেকেও আওয়াজ শুনতে পাচ্ছি।’ সেখানে কিছু পাকিস্তানি থাকতে পারে বলে জানান তিনি।
আরো পড়ুন: যে কারণে কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা
এদিকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা শিগগির একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করব। উজবেকিস্তানে আমাদের মিশন বিষয়টি দেখছে। এখনও কোনো বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায়ন। আমাদের মিশনের সঙ্গে যোগাযোগ রাখছি আমরা।
কিরগিজস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বর্তমানে পরিস্থিতি শান্ত এবং নিয়ন্ত্রণে রয়েছে। নিরাপত্তা নিশ্চিতে ও স্থিতিশীলতা বজায় রাখতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা শুধু উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে খবর পরিবেশন করতে বলেছে।