২৫০ সরকারি কর্মকর্তা ও ৩ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
উত্তর আমেরিকার দেশ নিকারাগুয়ার ২৫০ জনের বেশি সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা এবং তিন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার (১৫ মে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। খবর রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন ও অবৈধ উপায়ে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে ব্যর্থতার দায়ে দেশটির ২৫০ জনের বেশি সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তাদের অনেকেই আইনশৃঙ্ঘলা রক্ষাকারী বাহিনী পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য। একই সঙ্গে উত্তর আমেরিকার দেশটির সরকারি তিনটি সংস্থার ওপরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
মার্কিন ফেডারেল প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা সাংবাদিকদের বলেন, ভিসা নিষেধাজ্ঞার আওতায় নিকারাগুয়ার পুলিশ ও আধা-সামরিক বাহিনীর কর্মকর্তা, পাবলিক প্রসিকিউটর, বিচারক এবং সরকারি উচ্চশিক্ষা কর্মকর্তারা রয়েছেন।