০৫ মে ২০২৪, ১১:০৬

ফোন ধরতে নিষেধ করায় ভাইয়ের গলায় ছুরি বসিয়ে দিল কিশোরী

ভারতে ফোন ধরতে নিষেধ করায় ভাইকে হত্যা করেছে এক কিশোরী  © প্রতীকী ছবি

মোবাইল ফোন ব্যবহার করতে কিশোরী বোনকে নিষেধ করেছিলেন ভাই। এর জেকে তাকে কুপিয়ে হত্যা করেছে কিশোরী। তার গলায় ধারালো অস্ত্রের কোপ বসিয়ে দেয় সে। ঘটনাটি ভারতের ছত্তীসগঢ়ের খয়রাগড়-ছুইখাদান-গন্ডই জেলায়। শুক্রবার কিশোরীকে আটক করেছে পুলিশ। 

তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানিয়েছে, ভাই তাকে মোবাইল ঘাঁটাঘাটি নিয়ে বকাঝকা করেছিলেন। কিশোরী ছেলেদের সঙ্গে ফোনে কথা বলায় তার ভাই আপত্তি জানান। বকুনি দেওয়ার পর তাকে জানিয়ে দেন, মোবাইল ফোনে তার হাত দেওয়া নিষিদ্ধ। এতেই ক্ষুব্ধ হয় কিশোরী।

পুলিশকে কিশোরী জানিয়েছে, ঘটনার সময় ভাই ছাড়া অন্য কেউ ছিলেন না। তিনি ঘুমাচ্ছিলেন। ধারালো অস্ত্র নিয়ে সে তার গলায় বসিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। পরে খুনের কথা গোপন করার চেষ্টা করেছিল সে। স্নান করে নিজের হাতের রক্ত ধুয়ে ফেলে। পোশাকও পরিবর্তন করে। পরে প্রতিবেশীদের জানায়, তার ভাইকে খুন করেছে।

আরো পড়ুন: টানা তৃতীয়বার লন্ডনের মেয়র, কে এই সাদিক খান

পরে ঘটনাস্থলে আসে পুলিশ। তারা পরিবারের লোকজন ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে কিশোরী স্বীকার করে, সেই খুন করেছে। এরপর তাকে আটক করে পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে। খবর: আনন্দবাজার।