ডেনমার্কে বাঙালিদের ইফতার
পবিত্র মাহে রমজানে ডেনমার্কের অ্যালবর্গে বাঙালি মুসলমানরা একসঙ্গে ইফতার করেছেন। ইফতারের এই আয়োজনে প্রবাসীদের অংশগ্রহণে একখণ্ড বাংলাদেশে পরিণত হয়েছিল। গত সোমবার অ্যালবর্গ ইউনিভার্সিটি বিজনেস স্কুলের স্টুডেন্ট সোস্যাল রুমে বাংলাদেশি কমিউনিটি ইন অ্যালবর্গ এই ইফতার মাহফিলের আয়োজন করে।
অ্যালবর্গ ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সবার অন্তরে দেশের স্মৃতি, পরিবারের স্মৃতি মিলেমিশে ভালোলাগায় ইফতারের আয়োজনটি সরগরম হয়ে ওঠে। অ্যালবর্গ ইউনিভার্সিটির বিজনেস স্কুলের অধ্যাপক ড. মোহাম্মদ বখতিয়ার রানা ও পিএইচডি ফেলো সৈয়দ আহমেদ তাজউদ্দিন সপরিবারে ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ডেনমার্কের অ্যালবর্গে বসবাসরত বাঙালি মুসলমান পরিবারগুলো ও তাদের শিশুকিশোরদের উপস্থিতি অনুষ্ঠানকে অতিশয় উজ্জ্বল ও আকর্ষণীয় করে তোলে। ইফতারের পূর্ব মুহূর্তে ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যত প্রত্যাশা ডেনমার্কে বসবাসকারীদের মা-বাবা ও পরিবার এবং বাংলাদেশ ও মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়।