শিক্ষার্থীদের ক্ষতি করছে ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটক—ক্ষতিপূরণ চেয়ে মামলা
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকের বিষয়বস্তুগুলি শিক্ষার্থীদের ক্ষতি করেছে বলে অভিযোগ তুলেছে চারটি কানাডিয়ান স্কুল বোর্ড। এ জন্য তাদের কাছ থেকে ৪ বিলিয়ন কানাডিয়ান ডলার ক্ষতিপূরণ চেয়েছে তারা। এ জন্য মামলা করেছে পবোর্ডগুলো।
টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড, পিল ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড, টরন্টো ক্যাথলিক ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড ও অটোয়া-কার্লটন ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড এ পদক্ষেপ নিয়েছে বলে রয়টার্স ও সাউথ চায়না মর্নিং পোস্ট বিভিন্ন গণমাধ্যম খবর দিয়েছে। বোর্ডগুলো বিবৃতি বলেছে, বিষয়বস্তুগুলো বাধ্যতামূলক ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে। এতে শিশুদের চিন্তাভাবনা, আচরণ ও শেখার পদ্ধতি প্রভাবিত হচ্ছে।
আরো পড়ুন: ইনস্টাগ্রাম ও থ্রেডসে রাজনৈতিক কনটেন্ট নিয়ন্ত্রণ শুরু মেটার
এগুলো শিক্ষার্থীদের শেখার ও মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে সংকট তৈরি করছে। ফলে স্কুলগুলোকে সহায়তা কর্মসূচিতে আরও বেশি বিনিয়োগ করার প্রয়োজন পড়বে। গবেষণায় দেখা গেছে, ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্ম আসক্তি তৈরি করতে পারে। এর দীর্ঘ ব্যবহার উদ্বেগ ও বিষণ্নতার বাড়াতে পারে।
গত বছর মেটার বিরুদ্ধে মামলা করেছিল ৩৩টি মার্কিন রাজ্য। এগুলো বিষয়বস্তু শিশু এবং কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করেছে বলে তারা অভিযোগ করে। কানাডার মামলায় টিকটকের নামও দেওয়া হয়েছে।