২৬ মার্চ ২০২৪, ২১:৫৪

ইমাম-মুয়াজ্জিনদের বেতন বাড়ানোর নির্দেশ দুবাইয়ে

মসজিদে নামাজ আদায় করছেন মুসল্লিরা  © ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের বেতন বাড়ানোর নির্দেশ দিয়েছেন ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ। এতে যেসব ইমাম ও মুয়াজ্জিন দুবাইয়ের ইসলাম বিষয়ক ও দাতব্য কার্যক্রম বিভাগের অধীনে কাজ করেন তাদের বেতন বৃদ্ধি পাবে।

সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, সমাজে ইমাম ও মুয়াজ্জিনদের যে ভূমিকা রয়েছে বেতন বাড়ানোর মাধ্যমে সেটিকে আরো বেশি স্বীকৃতি দেয়া হয়েছে।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আরব আমিরাতের সব জায়গায় অসংখ্য মসজিদ রয়েছে। দুবাইও সেখান থেকে ব্যতিক্রম নয়। দুবাইয়ের মসজিদগুলোতে প্রতিদিন হাজার হাজার মানুষ নামাজ পড়ে থাকেন।

বিশ্বের যত দৃষ্টিনন্দন মসজিদ রয়েছে সেগুলোর অনেকগুলোই আরব আমিরাতে অবস্থিত। এরমধ্যে অন্যতম হলো আবুধাবির শেখ জায়েদ মসজিদ। যা গ্র্যান্ড মসজিদ নামেও পরিচিত।

সূত্র: খালিজ টাইমস