ভারতে সংঘবদ্ধ ধর্ষণ: সেই রাতের ঘটনা জানালেন স্প্যানিশ নারী
ভারতের ঝাড়খণ্ডের দুমকা জেলায় গত শুক্রবার (১ মার্চ) রাতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বাইকে করে এশিয়া মহাদেশ ঘুরতে বের হওয়া স্প্যানিশ এক নারী পর্যটক। সঙ্গে থাকা ওই নারীর স্বামীও মারধরের শিকার হন। একটি বিডিও বার্তায় সেই রাতে কি হয়েছিল তাদের সাথে সে ঘটনা জানান তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া একটি বিডিও বার্তায় ওই নারী বলেন, ‘তারা আমাদের ঘাড়ে ছুরি ঠেকিয়ে ভয় দেখান। আমাদের বলেন—যদি আমরা চিৎকার করি বা কাউকে কিছু জানাই তবে আমাদের প্রাণে মেরে ফেলা হবে।’
আরও পড়ুন: ভারতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার বাইকে এশিয়া ভ্রমণে আসা স্প্যানিশ নারী
তিনি আরও বলেন, ‘আমার মুখে আঘাত করা হয়েছে। তবে আমার সঙ্গীর অবস্থা আরও খারাপ। তারা তাঁকে নানা ভাবে মারধর করেন। তাঁর মাথায় হেলমেট এবং পাথর দিয়েও আঘাত করা হয়েছে।’
এ ঘটনায় দুমকার পুলিশ সুপার পীতাম্বর সিংহ বলেন, ‘মহিলা এবং তাঁর সঙ্গী শুক্রবার মধ্যরাতে পুলিশের একটি টহল ভ্যানকে থামান। প্রাথমিক ভাবে ওই টহল ভ্যানে থাকা পুলিশ কর্মীরা ওই মহিলার কথা পুরোপুরি বুঝতে পারেননি, কারণ তিনি ইংরেজি এবং স্প্যানীশ ভাষায় কথা বলছিলেন। তবে তাঁরা মহিলা আর তাঁর সঙ্গীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।’
পুলিশ সুপার আরও বলেন, ‘চিকিৎসকেরা মহিলাকে পরীক্ষা করে জানান যে, তাঁকে ধর্ষণ করা হয়েছে। আমি রাত দেড়টা নাগাদ ফোনে ঘটনার খবর পাই। তার পরই হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলি।’ ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও তিনি জানান।
এর আগে ট্যুরিস্ট ভিসায় বাইকে করে ভারতে ঘুরতে যান স্পেনের ওই দম্পতি। স্পেন থেকে বাইকে প্রথমে পাকিস্তান, তারপর বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করেন তাঁরা। বিহার হয়ে নেপাল যাওয়ার কথা ছিল তাঁদের। তবে ঝাড়খণ্ডের দুমকা জেলায় প্রবেশ করার পর নির্যাতনের শিকার হন ওই বিদেশি মহিলা। পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে দুমকার হাঁসডিহা এলাকায় এই ঘটনা ঘটেছে। ওই দম্পতি দুমকার এক নির্জন এলাকায় অস্থায়ী তাঁবু টানিয়ে রাত কাটানোর পরিকল্পনা করেছিলেন। সেখানেই যৌন নিপীড়নের শিকার হয়েছেন স্প্যানিশ নারী। [আনন্দবাজার]