২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৫

নিয়োগ দুর্নীতি বন্ধের বিলকে প্রেমের ধোঁকা ঠেকানোর মনে করলেন কঙ্গনা

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত  © ইন্টারনেট

আবার খবরের শিরোনামে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। এবার কাউকে কটাক্ষের জন্য বা তাঁর পার্সোনাল লাইফের জন্য নয়। ভিন্ন কারণে এবার খবরে তিনি। সম্প্রতি 'চিটিং বিরোধী বিল' নিয়ে পোস্ট করেছেন তিনি। তা থেকেই হয় সমস্যার শুরু। মোদী সরকারের এ বিলে ঠিক কী নিয়ে, তাই নাকি বুঝে উঠতে পারেননি তিনি। তাঁকে সরকারের ভক্ত বলেই মনে করেন অনেকে।

জিনিউজের খবরে বলা হয়েছে, কেন্দ্রের নামে ভালো কথা বলতে কঙ্গনা কখনও পেছপা হন না। কিন্তু এবার সে সরকারের বিল নিয়েই লম্বা মন্তব্য লিখেছেন তিনি। নিয়োগ পরীক্ষায় দুর্নীতি রুখতেই এ বিল এনেছে মোদী সরকার। কিন্তু অভিনেত্রী ভেবেছেন, এ বিল প্রেমে ধোঁকা দেওয়া থেকে সমাজকে রক্ষা করতে বানানো হয়েছে। তা ভেবেই নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করেন তিনি।

কঙ্গনা ব্যঙ্গাত্মক অ্যান্টি-চিট বিল পোস্টটিকে বাস্তব খবর বলে মনে করেছিলেন। ইনস্টাগ্রাম স্টোরিজে এটিকে ‘সবচেয়ে প্রয়োজনীয় বিল’ বলে উল্লেখ করেন। নোটের একটি স্ক্রিনশট শেয়ার করে কঙ্গনা লিখেছেন, 'রাম রাজ্যে স্বাগতম, সমস্ত তারকা স্ত্রীরা এ সরকারকে ধন্যবাদ জানাতে পারেন।'

আরো পড়ুন: জ্ঞানবাপী মসজিদের বেজমেন্টে পূজার অনুমতি হাইকোর্টে বহাল

অভিনেত্রী যোগ করেছেন, 'এটি তরুণ দুর্বল মহিলাদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় বিল ছিল। যারা বিবাহের জাল প্রতিশ্রুতি এবং এমনকি বিবাহের প্রতিষ্ঠানের পবিত্রতার জন্য, ডেটিং এবং হুকআপ অ্যাপের যুগে অনৈতিক আচরণ করে, ফালতু, অসংলগ্ন ও সহজভাবে বিকৃত হয়ে গেছে, কিছু রিমান্ড জেলে ও কোটি টাকা জরিমানা দিয়ে টিংগার ও জিঞ্জার (জিঞ্জার ইমোজি) এর তাগিদ মেটানো উচিত।'

তবে এই পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তিনি তাঁর ভুল বুঝতে পারেন। তারপরই নিজের পোস্ট ডিলিট করেন অভিনেত্রী।