গঙ্গাস্নানে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার, প্রাণ গেল ২২ জনের
ভারতে উত্তর প্রদেশের কাসগঞ্জ জেলার পাটিয়ালিতে একটি ট্রাক্টর ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে ট্রাক্টরে থাকা গঙ্গাস্নানের জন্য যাওয়া যাত্রীদের মধ্যে অন্তত ২২ জন নিহত হয়েছেন। খবর এনডিটিভির।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রীদের অধিকাংশই নারী ও শিশু। দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ট্রাক্টরে মোট ৩০ জন যাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তারা পূর্ণিমা তিথিতে গঙ্গাস্নানে যাচ্ছিলেন। রাস্তায় একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে ট্রাক্টরের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২২ জন মারা যান।
এ দুর্ঘটনার পর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি টুইট শেয়ার করেছেন। তিনি নিহতদের পরিবারকে ২ লাখ রুপি করে ও আহতদের পরিবারকে ৫০ হাজার করে অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়া আহত তীর্থযাত্রীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে তার কার্যালয়।