ইসরায়েল জানাল হামাস যোদ্ধাদের মৃতের সংখ্যা
গত চার মাস ধরে গাজা উপত্যকায় ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তবে এর পাল্টা প্রতিরোধ করে আসছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এই যুদ্ধে সাধারণ মানুষের মৃতের সংখ্যা জানা গেলেও উভয় বাহিনীর সদস্যদের মৃতের সংখ্যা সেভাবে জানা যায়নি। এরই মধ্যে ইসরায়েল জানাল হামাস যোদ্ধাদের মৃতের সংখ্যা।
ইসরায়েলের দাবি, তাদের বাহিনীর অভিযানে নিহত হয়েছেন প্রায় ১০ হাজার হামাস যোদ্ধা। সেইসঙ্গে আহতও হয়েছেন ১০ হাজারেরও বেশি যোদ্ধা। খবর এনডিটিভির।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলেছেন, ‘খান ইউনুসে (গাজার দক্ষিণাঞ্চলীয় শহর) আমাদের অভিযান সফল হচ্ছে। এছাড়া শিগগিরই আমাদের সেনারা রাফায় পৌঁছাবে এবং সন্ত্রাসীদের আস্তানাগুলো ধ্বংস করবে।’
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলের ইরেজ সীমান্তে অতর্কিত হামলা চালিয়ে সামরিক-বেসামরিক ইসরায়েলি ও বিদেশি নাগরিকসহ ১ হাজার ২০০ জনেরও বেশি মানুষকে হত্যা করে হামাস যোদ্ধারা। সেই সঙ্গে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় আরও ২৪০ জন ইসরায়েলি এবং অন্যান্য দেশের নাগরিককে।
এই হামলার পর থেকে ইসরায়েলের সঙ্গে হামাসের হামলা পাল্টা হামলা চলছে। ইসরায়েলি বাহিনী নির্বিচারে হামলা করছে ফিলিস্তিনের গাজা উপত্যকায়। ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ২৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে।