৩০ জানুয়ারি ২০২৪, ০৯:১৬

হামলায় নিহত ৩ সেনার নাম প্রকাশ করল যুক্তরাষ্ট্র

জর্ডানে ড্রোন হামলায় নিহত ৩ মার্কিন সেনার নাম ও পরিচয় প্রকাশ করেছে পেন্টাগন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এনবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নিহতরা হলেন, ৪৬ বছর বয়সী সার্জেন্ট উইলিয়াম রিভারস, ২৪ বছর বয়সী কেনেডি স্যান্ডার্স এবং ২৩ বছরের ব্রিয়োনা মফেট।

আরও পড়ুন: লোহিত সাগরে হুতিদের ফের ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন জাহাজে আগুন 

রোববার (২৮ জানুয়ারি) জর্ডানের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় প্রাণ যায় এই তিন সেনা সদস্যের। আহত হন কমপক্ষে ৩৪ জন।

ইতোমধ্যে, ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক নামের একটি গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে। গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে শতাধিক হামলা হয়। তবে সেনা নিহতের ঘটনা এই প্রথম।

সিবিএস নিউজ জানিয়েছে, সামরিক ঘাঁটিতে হামলায় ব্যবহৃত ড্রোনটি ইরানের তৈরি বলে মনে হচ্ছে বলে একজন মার্কিন কর্মকর্তা বলেছেন। ওই কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, এই ড্রোনটি ‘শাহেদ ড্রোনের মতো’। একমুখী এই হামলার ড্রোনটি ইউক্রেনে ব্যবহারের জন্য রাশিয়াকে সরবরাহ করছে ইরান।

তবে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের অভিযোগ অস্বীকার করে ইরান এ হামলা চালিয়েছে - এমন সন্দেহকে নাকচ করে দিয়েছে তেহরান।