১১ জানুয়ারি ২০২৪, ১৫:৪৬

চলতি বছর বিশ্বে বেকারত্ব ও সামাজিক বৈষম্য বাড়বে: আইএলও

  © সংগৃহীত

চলতি বছরে বিশ্বে বেকারত্ব ও সামাজিক বৈষম্য বাড়বে। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) প্রকাশিত ‘বৈশ্বিক কর্মসংস্থান ও সামাজিক আভাস’ প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

সুইজারল্যান্ডের জেনেভায় প্রকাশ করা এ প্রতিবেদনে বলা হয়, বেকারত্বের হার ও চাকরির যোগানে বড় ব্যবধান রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে বৈশ্বিক বেকারত্বের হার ছিল ৫ দশমিক ১ শতাংশ। ২০২২ সালে যা ছিল সাড়ে ৫ শতাংশ। শ্রম বাজারের দৃষ্টিভঙ্গি এবং বিশ্বব্যাপী বেকারত্ব উভয়ই খারাপ দিকে যাচ্ছে।

আইএলও বলছে, ২০২৪ সালে অতিরিক্ত বিশ লাখ কর্মী চাকরি খুঁজবে। উচ্চ ও নিম্ন আয়ের দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য বৈষম্য রয়েছে। ২০২০ সালের পরে দ্রুত হ্রাস পাওয়া সত্ত্বেও চরম দরিদ্র শ্রমিকের সংখ্যা ১০ লাখ বেড়েছে। এদের প্রতিদিন আয় ২ দশমিক ১৫ ডলার। এছাড়াও প্রতিদিন ৩ দশমিক ৬৫ ডলার আয় করছে এমন মডারেট দারিদ্র্যের সংখ্যা বেড়েছে ৮৪ লাখ।