২৯ ডিসেম্বর ২০২৩, ১৯:২৮

স্ত্রীর সঙ্গে পর্ন ভিডিও তৈরি করে বরখাস্ত বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর

ড. জো গো  © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ড. জো গোকে বরখাস্ত করা হয়েছে। তার স্ত্রী কারমেন উইলসনের সঙ্গে পর্ন ভিডিও তৈরি করে অনলাইনে পোস্ট করার অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের একটি বৈঠক শেষে তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়। -খবর নিউইয়র্ক টাইমস

সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ডক্টর জো গো নামের ওই চ্যান্সেলরের বেশ কয়েকটি ভিডিও বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের দৃষ্টিগোচর হয়। পরে তার বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি জরুরি সভা আয়োজন করা হয়।

সভা শেষে বিশ্ববিদ্যালয়টির পরিচালক জে রথম্যান ও রিজেন্ট বোর্ডের চেয়ারম্যান কারেন ওয়ালশ জানিয়েছন, চ্যান্সেলর ড. জো গো ও তার স্ত্রী কারমেন উইলসনের আচরণ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। তারা উভয়ে চ্যান্সেলর ও স্ত্রীর কার্যক্রমকে ‘ঘৃণ্য’ কাজ বলে উল্লেখ করেছেন।

তবে চ্যান্সেলর জো গো নিজের কাজের জন্য মোটেও লজ্জিত নন। বার্তাসংস্থা এপির সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার কাজকে ব্যক্তি স্বাধীনতা বলে দাবি করেছেন। তিনি বলেন, তিনি তার ভিডিওতে কখনো বিশ্ববিদ্যায়ের নাম এবং নিজের পরিচয় উল্লেখ করেননি। কিন্তু তা সত্ত্বেও তাকে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তির ক্ষতি সাধনের দায়ে বরখাস্ত করা হয়েছে। এরমাধ্যমে মূলত তার ও তার স্ত্রীর বাক স্বাধীনতাকে ক্ষুন্ন করা হয়েছে।

তিনি বলেন, ‘আমার স্ত্রী এবং আমি এমন দেশে বাস করি যেখানে আমাদের বাক স্বাধীনতা দেওয়া হয়েছে। আমরা সম্মতিপূর্ণ ও প্রাপ্তবয়স্ক যৌনতা নিয়ে কাজ করছি। বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদ বাড়াবাড়ি করছে। তারা নিজেই বাক স্বাধীনতার ব্যাপারে দেওয়া তাদের প্রতিশ্রুতি রক্ষা করছে না।’

গো এবং তার স্ত্রী ‘সেক্সি হেলদি কুকিং’ নামে একটি ইউটিউব চ্যানেলে অভিনয় করেন। যেখানে তার পর্ণ অভিনেতাদের সাথে খাবার রান্না করতেন। এছাড়া তারা ছদ্মনামে দুটি ই-বুকও লিখেছেন। এগুলোর  একটি ‘‘মনোগামী উইথ বেনিফিটস: হাউ পর্ন এনরিচস আওয়ার রিলেশনশিপ’’ অন্যটি ‘মেরিড উইথ বেনিফিট- আওয়ার রিয়াল লাইফ অ্যাডাল্ট ইন্টাস্ট্রি এডভেঞ্চার্স’’। 

২০০৭ সালে জো গো উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে ছিলেন। ২০২৪ সালের সামার সেমিস্টার শেষে অবসরে যাওয়ার কথা ছিলো ৬৩ বছর বয়সী এই চ্যান্সেলরের। এর আগেও ২০১৮ সালে একবার পর্ন অভিনেতা নিনা হার্টলিকে উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে বক্তৃতার জন্য আমন্ত্রণ জানিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।