২৭ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৪

গাজায় নিহতের সংখ্যা ২১ হাজারের কাছাকাছি

গাজায় নিহতের সংখ্যা ২১ হাজারের কাছাকাছি  © সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর ব্যাপক বিমান হামলা থামার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। টানা আড়াই মাসের বেশি সময় ধরে চলা এ যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৯১৫ জনে।  বর্বর হামলায় গত ২৪ ঘণ্টায় ভূখণ্ডটিতে নিহত হয়েছেন ২৪১ ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও অন্তত চার'শত বাসিন্দা। 

বুধবার (২৭ ডিসেম্বর) সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য ওঠে এসেছে। 

গাজার মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অন্তত ২৪১ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩৮২ জন। অন্যদিকে ইসরায়েলি বাহিনী বলেছে, তারা গত ২৪ ঘণ্টায় গাজায় ১০০ স্থাপনায় হামলা চালিয়েছে। 

হামাসের বিরুদ্ধে সহসাই এ যুদ্ধ থামছে না বলে ফের হুঁশিয়ারি বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার রাতে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু হামাসকে পুরোপুরি ধ্বংস করতে যুদ্ধ আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

নেতানিয়াহু বলেছেন, ‘হামাসকে অবশ্যই ধ্বংস করতে হবে। গাজাকে অবশ্যই নিরস্ত্রীকরণ করতে হবে এবং ফিলিস্তিনি সমাজকে অবশ্যই কট্টর মৌলবাদী চিন্তা থেকে মুক্ত করতে হবে। গাজায় ইসরায়েল এবং ফিলিস্তিনি প্রতিবেশীদের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য এই তিনটি পূর্বশর্ত।’

এদিকে, ইসরায়েল এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে চলমান লড়াইয়ে গাজায় বড়দিনের আগের রাতে সবচেয়ে তীব্র বোমা হামলা চালায়। ইসরায়েলি ওই হামলায় বহু ভবন মাটিতে মিশে গেছে এবং অধিবাসীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছে। 

চতুর্থবারের মতো গাজায় ইন্টারনেট ও টেলিফোনসেবা বিচ্ছিন্ন করা হয়েছে। ফিলিস্তিনি টেলিকমিউনিকেশন কোম্পানি প্যালটেল এ তথ্য নিশ্চিত করেছে।