২৪ ডিসেম্বর ২০২৩, ১৭:২৯

লোহিত সাগরে ভারতীয় জাহাজে হুতিদের ড্রোন হামলা

এ রকম একটি ট্যাংকারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে  © সংগৃহীত

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাতের উপকূলে রাসায়নিক পদার্থবাহী একটি কার্গো জাহাজে হুতি বিদ্রোহীরা হামলা করেছে। তবে যুক্তরাষ্ট্রের অভিযোগের তীর ইরানের দিকে। চেম প্লুটো নামে ওই জাহাজটি ভারতের গুজরাত উপকূল থেকে প্রায় ২০০ নটিক্যাল মাইল (৩৭০ কিলোমিটার) দূরে ছিল। খবর বিবিসি।

ড্রোন হামলার পরে জাহাজটিতে আগুন ধরে গেলেও তা দ্রুত নিভিয়ে ফেলা হয়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) আলাদা একটি বিবৃতিতে জানিয়েছে, শনিবার ‘’ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত অঞ্চল থেকে দক্ষিণ লোহিত সাগরের আন্তর্জাতিক জাহাজ চলাচলের এলাকায় দুটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে কোন জাহাজ তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, এখনো তা জানা যায়নি।‘’

এদিকে জাহাজে হামলার বিষয়টি সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি বলেছেন, প্রতিরোধ আন্দোলনের (হুথিদের) নিজস্ব উপায়-উপকরণ রয়েছে... এবং তারা তাদের নিজস্ব সিদ্ধান্ত ও সামর্থ্য অনুযায়ী কাজ করে।

সাম্প্রতিক সময়ে লোহিত সাগরে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের দ্বারা একাধিক ড্রোন ও রকেট হামলার ঘটনা ঘটেছে।