ভূমধ্যসাগর বন্ধ করার হুমকি দিলো ইরান

  © সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা হামলা চালাতে থাকলে ভূমধ্যসাগর দিয়ে চলাচল বন্ধ হয়ে যেতে পারে বলে হুমকি দিয়েছে ইরান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একজন কমান্ডার এ কথা জানান। জলপথ বন্ধ করার কথা বললেও কীভাবে তা করা হবে সেটি পরিষ্কার নয়। সংবাদসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি বলেছেন, ‘শিগগিরই ভূমধ্যসাগর, জিব্রাল্টার প্রণালি এবং অন্যান্য জলপথ বন্ধ করে দেওয়া হবে।’

ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি নাকদির বরাত দিয়ে জানায়, ‘গতকাল পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালি তাদের জন্য (ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র) দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। আজ তারা আটকা পড়েছেন লোহিত সাগরে।’

গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনে ২০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে—যার মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। ঘরবাড়ি হারিয়ে তারা ক্যাম্পে আশ্রয় নিয়েও রেহাই পাচ্ছে না ইসরায়েলি বর্বরতা থেকে।

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে সম্প্রতি মালয়েশিয়া তাদের বন্দরে ইসরায়েলের সকল ধরনের জাহাজ নিষিদ্ধ করে। অন্যদিকে ইয়েমেনের হুথি জনগোষ্ঠীরা গত মাসে গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরায়েলি সব বাণিজ্যিক জাহাজে হামলার হুমকি দিয়েছে এবং বেশ কিছু জাহাজে হামলাও চালিয়েছে।

হোয়াইট হাউস শুক্রবার এক বিবৃতিতে জানায়, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে হামলার পরিকল্পনায় ইরান গভীরভাবে জড়িত।

আরও পড়ুন: নিশ্চিত মৃত্যু থেকে যেভাবে বেঁচে ফিরেন আয়রন ডোম হ্যাক করা ওমর


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence