০৩ ডিসেম্বর ২০২৩, ১৫:১৫
বিমান বিধ্বস্ত হয়ে এমপিসহ নিহত ৪
লাতিন আমেরিকার দেশ প্যারাগুয়েতে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে দেশটির একজন সংসদ সদস্যসহ (এমপি) চারজন নিহত হয়েছেন। গতকাল শনিবার (২ ডিসেম্বর) প্যারাগুয়ের রাজধানী আসানসিয়ন থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সংসদ সদস্যের নাম ওয়াল্টার হার্মস। তিনি দেশটির ক্ষমতাসীন কলোরাডো দলের একজন এমপি ছিলেন।
পুলিশের প্রতিবেদন অনুযায়ী, আসানসিয়ন থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরের একটি এলাকায় বিমানটি আকাশে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়ে পড়ে। মূলত বিমানটি উড্ডয়নের সময় একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এরপর এটি মাটিতে পড়ে আগুন ধরে যায়।
ওয়াল্টার হার্মসের নিহতের খবরে প্যারাগুয়ের ভাইস প্রেসিডেন্ট পেড্রো আলিয়ানা সামাজিক মাধ্যম এক্সে বলেছেন, আমাদের সহকর্মী, বন্ধু ও স্বপ্নবাজ ভাই ওয়াল্টার হার্মসের মৃত্যুতে আমি গভীর বেদনা অনুভব করছি।